logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

WHAT IS VPS SERVER?


WHAT IS VPS SERVER?

যারা Email Marketing করেন তাদের জন্য অন্তত জরুরি ও প্রয়োজনীয় একটি সার্ভার হচ্ছে VPS server. এই VPS server এর Full form হচ্ছে Virtual Private Server. এটি একটি Virtual Machine কিংবা Popular Hosting Service. যা কিনা ব্যবহার করা হয় একটি সার্ভার হিসেবে৷ অর্থাৎ, VPS হচ্ছে একটি Server এর একটি Child Space যা কিনা সম্পূর্ণ সার্ভারের বৈশিষ্ট্য৷ এটি মূলত Internet hosting provider- রা বিক্রি করে থাকেন৷ এই VPS অর্থাৎ, Virtual Private Server যে কেবলমাত্র Web Server রূপে use করা হয় তেমনটা নয়৷
একটি ডেডিকেটেড সার্ভার কে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার এর দ্বারা একাধিক ভাগে ভাগ করে তৈরি করা হয় এক একটি Node বা Slicel আর এই এক একটি Node বা Slice কাজ করে ইন্ডিপেন্ডেন্ট সার্ভার হিসেবে৷ আর এটিই হচ্ছে এক কথায় Virtual Private Server ওরফে VPS.

অর্থাৎ, এখানে Virtual Private Server হচ্ছে ডেডিকেটেড ফিজিক্যাল সার্ভার এ থাকা আরো স্বতন্ত্র ও এস সমৃদ্ধ ডেটিকেটেড সার্ভার৷
VPS ডেডিকেটেড সার্ভারের মতোই অপারেটিং সিস্টেম রান হয়ে থাকে৷ এবং ডেডিকেটেড সার্ভারের ন্যায় user কন্ট্রোল থাকে ৷ যার ফলে user যা তাদের নিজের ইচ্ছামত বিভিন্ন অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে পারে এবং এর ভেতরে অপারেটিং সিস্টেমভিত্তিক নানান সফটওয়্যার use করতে পারে৷ 
এই VPS অর্থাৎ, Virtual Private Server কিন্তু ডেডিকেটেড সার্ভারের তুলনায় অনেক কম মূল্যের হয়ে থাকে৷ এবং virtual private server যেহেতু একটি ফিজিক্যাল হার্ডওয়্যার ভাগ করে ব্যবহৃত করা হয় সেহেতু VPS এর তুলনায় ডেডিকেটেড সার্ভারের পারফরম্যান্স বেশি ভালো হয়৷ তাই বেশিরভাগ রিসোর্সের জন্য ডেডিকেটেড সার্ভার কে ব্যবহার করা হয়৷ এবং VPS সার্ভার ব্যবহার করা হয় কম রিসোর্স এর জন্য ৷

VPS server কী?
একটি ডেডিকেটেড সার্ভারকে ভার্চুয়ালাইজেশন টেকনোলজির সাহায্যে অসংখ্য ভাগে বিভক্ত করে ক্ষুদ্র ক্ষুদ্র সার্ভারে পরিণত করা হয়, আর এই সার্ভারগুলোকেই বলা হয় VPS অথবা Virtual Private Server I

 যারা ইন্টারনেট কেন্দ্রিক  জগতে পা দিয়েছেন তারা এই VPS server এর নাম একবার হলেও শুনেছেন৷ বেশিরভাগ ক্ষেত্রে ফরেক্স ট্রেডরা এই  VPS Server ব্যবহার করে থাকেন৷ তাছাড়াও যারা Web hosting করেন তারা অবশ্যই VPS used করে থাকেন৷ এবং VPS গুলো লিনাক্স বেজড হয়ে থাকে৷
এবং যারা ফরেক্স ট্রেড করেন তাদের গুলি Windows server বেজড হয়ে থাকে৷ কারণ, আমরা Mt4 use করি এবং বেশিরভাগ সুবিধা ভোগ করে থাকি Windows এ। যারা EA ফরেক্স রোবট ব্যবহার করে ট্রেড করেন, কিংবা যারা অতি মেধাবী কিছু কোডারা যারা ব্রোকারের প্রাইজ ফিডের দুর্বলতা বের করে Arbitrage trading করেন স্পেশাল কিছু EA ব্যবহার করেন, তারা অবশ্যই ব্যবহার করে থাকেন ফরেক্স VPS.
এই ফরেক্স VPS হচ্ছে সাধারণত ভার্চুয়াল কম্পিউটার৷ যা কিনা হাই স্পিড এবং সর্বদা দ্রুতগতির সম্পন্ন ইন্টারনেট হবে৷ এবং যা কখনোই হ্যাং করবে না, বন্ধ হবে না, কখনো নেটওয়ার্ক চলে যাবে না৷ 
আমরা যারা ফরেক্স এ রোবট ব্যবহার করি তাদেরকে সর্বদা পিসি চালু করে রাখতে হয়৷ কারণ, একবার যদি পিসি বন্ধ কিংবা হ্যাং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোবট আর কাজ করে না৷
এখানে সব থেকে একটি মজার বিষয় হলো- VPS সার্ভার আমাদের এক্সিকিউশন স্লোগতি ইন্টারনেট থেকে হাই স্পিড ইন্টারনেটে পরিণত হয়ে যায়৷ যার জন্য স্লিপেজন কিংবা রিপোর্ট সমস্যার মুখোমুখি কখনোই হতে হয় না বললেই চলে৷ অনেকেরই নানান ব্যস্ততার ফলে তারা সবসময় তাদের ল্যাপটপ অথবা পিসির সামনে বসে থাকতে পারেন না তারা সেক্ষেত্রে তাদের মোবাইল থেকে সরাসরি VPS সার্ভারে লগইন করে মোবাইলে Mt4 এর ক্লাসিক ইন্টারফেস যা পিসিতে থাকে সেটা দেখতে পারেন খুব সহজেই৷ এমনকি চাইলে তারা Google Play Store এ এমন অনেক App's রয়েছে যেগুলি সাহায্যে নিজস্ব মোবাইল থেকে তারা নিয়ে তাদের সার্ভার নিয়ন্ত্রণ করতে পারে I উদাহরণস্বরূপ - Remote RDP.

VPS এর প্রকারভেদ :-
VPS অর্থাৎ Virtual Private Server মূলত দু প্রকারের হয়ে থাকে৷ যথা- 
i)  Managed virtual private server.
ii) Unmanaged virtual private server.
             হার্ডওয়ারগত দিক থেকে বিচার করলে দেখা যায় Managed এবং Unmanaged VPS এরমধ্যে তেমন কোনো পার্থক্য নেই৷ কিন্তু, প্রাইজের দিক থেকে লক্ষ্য করলে বোঝা যায় Managed এবং  Unmanaged VPS এর মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়৷
তাহলে চলুন বিস্তারিত ভাবে জেনে নিই VPS এর এই দুটি প্রকারভেদ সম্পর্কে৷
i) Managed VPS :-

Managed VPS এর ক্ষেত্রে Hosting provider রা VPS server এর অপারেটিং সিস্টেম ইনস্টল এর সাথে সাথে সার্ভার ম্যানেজমেন্টের সমস্ত কাজ করে দিবে৷ যেমন ধরুন, আপনি যদি আপনার VPS এ Website, Apps ইত্যাদি Host করতে চান Hosting provider রা তা Host করে দিবে৷ এক কথায় সার্ভার এন্ডের যাবতীয় কাজ Hosting provider করে দেবে৷ তবে হ্যাঁ, সার্ভারের এক্সেস আপনার কাছেও থাকবে তাই আপনি চাইলে যে কোন কাজ নিজেও করতে পারবেন৷

ii) Unmanaged VPS :-
 Hosting provider রা Unmanaged VPS এর ক্ষেত্রে কেবলমাত্র অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিবে৷ আর পরবর্তী বাকি যাবতীয় কাজ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যা যা জরুরি সব আপনার নিজেই কনফিগার করে নিতে হবে৷ কিন্তু, Unmanaged VPS used করার একটি বড়ো সুবিধা হচ্ছে, Managed VPS  থেকে Unmanaged VPS এর মূল্য অনেক কম৷ Unmanaged VPS এর খুব কম খরচ হবার মূল কারণ হচ্ছে, আপনি যেহেতু সার্ভার ম্যানেজমেন্ট নিজেই করছেন সেক্ষেত্রে আপনাকে হোস্টিং প্রোভাইডারকে ম্যানেজমেন্ট ফি দিতে হয় না৷

VPS কিভাবে কাজ করে ?
VPS কি ও তার প্রকারভেদ সম্পর্কে আমরা  উপরিক্ত আলোচনা থেকে জানতে পারলাম৷ কিন্তু এই VPS অর্থাৎ Virtual Private Server কিভাবে কাজ করে সেটার ব্যাপারে তেমন কোন ধারণা নেই ! তাহলে চলুন একটি উদাহরণসহ জেনে নিই VPS কিভাবে কাজ করে ?
ধরুন, 
       একটি কম্পিউটার রয়েছে আপনার কাছে৷ যেটির কনফিগারেশন - ৮কোর CPU, ৮ GB RUM এবং ২৪০ GB storage রয়েছে। এবার আপনার কম্পিউটারকে কোন একটি Software এর মাধ্যমে ছোট ছোট ৪টি ভাগে ভাগ করলেন, যার কনফিগারেশন ২ কোর CPU, ২ GB RUM এর ৬০ GB storage আছে৷ আর এই প্রত্যেকটি ভাগ একটি আলাদা কম্পিউটারের মতো কাজ করে৷ যার জন্য এই ৪টি ভাগকে আপনি ৪ জন user এর মধ্যে used করতে দিতে পারেন৷
              তাহলে আশা করছি বুঝতে পেরেছেন, এখানে আপনার কম্পিউটার হচ্ছে Server, ছোট ছোট ৪টি ভাগ হচ্ছে VPS Server আর যেই Software কে ব্যবহার করে ৪ ভাগে করা হলো সেটি হচ্ছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি৷

কোন ধরনের ওয়েবসাইটের জন্য VPS সার্ভার ব্যবহার করা লাভজনক হবে ?

আপনার Website এর প্রথম পর্যায়ে Website-এর জন্য Shared hosting খুব বেশি ফলদায়ক এবং লাভবান হতে পারে৷ কিন্তু, আপনার Website টি যদি সাধারণ মিডিয়াম অথবা তার থেকে বড় লেভেলের হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন VPS Server বা VPS hosting এর I 
সহজ ভাষায়, আপনি যদি ই কমার্স কিংবা বড় ধরনের প্রজেক্ট শুরু করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনার website -র জন্য VPS hosting বেছে নিতে পারেন এটি আপনার জন্য হতে পারে একটি বেস্ট অপশন৷ তাছাড়াও আপনার Website টি যদি রোজ ৫০০০+ ট্রাফিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনায়াসে VPS ব্যবহার করুন৷ কেননা, এটা Website এ স্ট্রাকচারের ওপরেও অনেক অংশ নির্ভর করে থাকে৷

VPS কেনার সময়ে কোন কোন বিষয় খেয়াল রাখা প্রয়োজনীয়?

VPS হল Virtual Private Server. এক কথায় যদি বলি, তাহলে খুব কম টাকায় বেশ ভালো একটি Server হচ্ছে এই VPS Server.
আপনার যদি অনেক User অথবা Traffic কিংবা নিরাপত্তার Problem থেকে থাকে সেক্ষেত্রে সবচেয়ে লাভজনক সমাধান হতে পারে এই VPS সার্ভার৷
বর্তমানে যে পরিমাণ Hacking হচ্ছে, তার থেকে নিজের ওয়েবসাইট বাঁচাতে সবচেয়ে ভালো সমাধান হচ্ছে VPS. কারণ, এখানে নিজের সমস্ত কিছুই থাকবে নিজের নিয়ন্ত্রণে৷ তাই VPS কেনার সময় সমস্ত কিছুই ভালো করে যাচাই করে নিবেন যাতে পরে কোন অসুবিধা না হয়৷ এবং VPS কেনার প্রাথমিক পর্যায়ে যেসব বিষয় খেয়াল রাখবেন সেগুলি হল -
VPS এর ব্যাকআপ সিস্টেম কেমন হবে তা ভালোভাবে জেনে নিবেন৷
নিউ প্রাইজ এবং রিনিউ প্রাইজ এর মধ্যে পার্থক্য কেমন তা ভালোভাবে জেনে নিবেন৷
আর হ্যাঁ অবশ্যই মানিব্যাগ গ্যারান্টি রয়েছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখবেন।
VPS কেনার সময় সিকিউরিটি সিস্টেমে কি কি ব্যবহার করা হয়েছে সেটি একটু ভালোভাবে যাচাই করে নেবেন৷
প্রোভাইডার original licence ব্যবহার করছে কিনা সেটা দেখবেন৷
ফ্রী টায়াল অফার করেছে কিনা চেক করে নেবেন৷ আর যদি ট্রায়াল বা ডেমো অফার করে, সেক্ষেত্রে অবশ্যই ট্রায়াল দেখে নিবেন৷
রিভিউ চেক করে নিবেন৷ এমনকি এটি মার্কেটে কত দিন যাবত রয়েছে প্রভৃতি বিষয় ভালোভাবে যাচাই করে নিবেন ইত্যাদি ৷

VPS সার্ভারের সুবিধা ও অসুবিধা কি কি ?

প্রত্যেকটি জিনিসেরই ভালো ও খারাপ দিক রয়েছে৷ পৃথিবীতে কোন কিছুই ১০০% ভালো হয় না৷ অল্প হলেও কিছু ভুল ত্রুটি থেকেই যায়৷ ঠিক তেমনি, VPS সার্ভারেও যেমন অনেক সুবিধা নজর কেড়েছে ঠিক তেমনি নজর এড়িয়ে যায়নি তার অসুবিধা গুলিও। তাহলে চলুন নিম্নে দেখে নিই VPS সার্ভারের সুবিধা ও অসুবিধা গুলিকে৷

সুবিধা :- 
VPS সার্ভার Shared hosting এ তুলনায় অনেক বেশি speed সম্পন্ন হয়ে থাকে৷ 
Shared hosting এর চেয়ে অনেক বেশি secure হয়৷
User full access পেয়ে থাকে৷
Dedicated server ব্যবহার করা যায়৷
User রা তাদের ইচ্ছার স্বাধীন customized করে নিতে পারে৷
Website, apps, cloud storage প্রভৃতি যে কোন কাজে ব্যবহার করা যায়৷
VPS সার্ভারের সব থেকে বড় সুবিধা হচ্ছে, VPS সার্ভারকে ডেডিকেটেড সার্ভার এর মত ব্যবহার করা যায়৷ কিন্তু, ডেডিকেটেড সার্ভারের তুলনায় VPS সার্ভারের প্রাইজ অনেক কম থাকে৷
এই হোস্টিংয়ের সাথে আপনি অনেক ভালো ও উন্নত প্রযুক্তিগত সহায়তা পাবেন৷

অসুবিধা :- 
VPS সার্ভার Shared hosting  এ তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে থাকে৷
এটি ডেডিকেটেড সার্ভার এর মত সম্পূর্ণ তথ্য দিয়ে কাজ করে না৷ তাই আপনি এটি সম্পূর্ণ রিসোর্স ব্যবহার করতে পারবেন না৷
Shared Hosting এ তুলনায় ম্যানেজ করাটা বেশ কঠিন।
VPS সার্ভার ব্যবহার করার জন্য টেকনিক্যাল নলেজ থাকার প্রয়োজন পড়ে ইত্যাদি৷

শেষ বক্তব্য, 
                আশা করছি আর্টিকেলের মধ্যে দিয়ে VPS সার্ভার কি সেটা ঠিকমত জানাতে পেরেছি৷ সবশেষে একটাই কথা বলার, VPS সার্ভার যে কোন মিডিয়াম বা তারও বড় যে কোন ওয়েবসাইটের জন্য সবচেয়ে কার্যকরী একটি পন্থা হিসেবে বিবেচিত হয়ে দাঁড়িয়েছে৷ তবে হ্যাঁ, এই VPS সার্ভারের পরিষেবা পাওয়ার জন্য আপনাকে কিছু অর্থ বিনিয়োগ করতে হবে৷


Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment