logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

এনিয়াক - About ENIAC


এনিয়াক:

এনিয়াক (ENIAC) হচ্ছে ইলেক্ট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড কম্পিউটার (Electronic Numerical Integrator and Computer) এটিই প্রথম প্রোগ্রাম ঢুকানোর মতো ডিজিটাল কম্পিউটার। এ থেকেই কম্পিউটার প্রজন্ম শুরু হয়।

এনিয়াক (ENIAC) আবিস্কারের প্রায় চার বছর পরে 1946 খ্রীস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিস্ববিদ্যালয়ের মুর-স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর দুই প্রফেসর জে. পি. একার্ট (J . Presper Eckert) জন ম্যাকলি- (John Mauchly) নেতৃত্বে তৈরি হল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইনটিগ্রেটর এন্ড ক্যালকুলেটর বা সংক্ষেপে ENIAC নামে অভিহিত করা হয়। এই যন্তটি আকারে 20x40=800 বর্গফুট। এই যন্তটি সেকেন্ডের ভগ্নাংশ অর্থাৎ মাইক্রো সেকেন্ডে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে সক্ষম ছিল। তাই এই যন্তটিকে পরবর্তীকালে গাণিতিক ও বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যাপক ভাবে ব্যাবহার করা হত।

Popular Post:

Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment