logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

What Is Dedicated Server?


What is Dedicated Server?

বর্তমান পৃথিবী কতটা আধুনিক প্রযুক্তির মায়াজালে ঘেরা তা হয়তো আমরা সবাই জানি। মানুষের জানা বা বোঝার কোন শেষ নেই, ঠিক তেমনি এমন অসংখ্য জিনিস রয়েছে যা হয়তো অনেকের কাছেই অজানা৷ যারা ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু জানেন বা ইন্টারনেট পরিষেবার সাহায্যে বিভিন্ন Website এর সংস্পর্শে রয়েছেন তারা হয়তো Dedicated Server নামটি শুনেছেন৷ কিন্তু, এই Dedicated Server সম্পর্কে তেমন কোন ধারণা নেই৷ তাই, Dedicated Server সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয় জানাবার উদ্দেশ্যেই আমাদের এই আজকের আর্টিকেলটি৷ 
               আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে Dedicated Server সম্পর্কে স্পষ্ট ধারণা তুলে ধরতে পারবো। তাই, Dedicated Server সম্পর্কে সমস্ত তথ্য জানতে পড়তে থাকুন এই আর্টিকেলটি৷

Table of Contents -
1.ডেডিকেটেড সার্ভারের অর্থ কি?
2. ডেডিকেটেড সার্ভার এর সংজ্ঞা?
3.Dedicated Server কেন ব্যবহার করবেন ?
4.Dedicated server কিভাবে কাজ করে ? 
5.Dedicated server ব্যবহারের সঠিক সময় কখন এবং তা কিভাবে বুঝবেন?
6.Dedicated server এর বৈশিষ্ট্য গুলি কী কী?
7.ডেডিকেটেড সার্ভারের সুবিধা ও অসুবিধা গুলি কি কি ?
৪.ডেডিকেটেড সার্ভারটি কিভাবে চয়ন করবেন ?

ডেডিকেটেড সার্ভারের অর্থ কি?

Dedicated মানে হচ্ছে উৎসর্গিত আর Server শব্দটির মানে হচ্ছে সেবা প্রদানকারী৷ 
সহজ অর্থে, 
   Dedicated Server হচ্ছে এমন এক ধরনের Remote Server যা সম্পূর্ণরূপে কোন ব্যক্তি, সংস্থা বা অ্যাপ্লিকেশনকে উৎসর্গীকৃত করে থাকে৷
অর্থাৎ, একটি Dedicated Server ক্লায়েন্টদের সম্পূর্ণ সার্ভারের একচেটিয়া ব্যবহারের অনুমতি প্রদান করে থাকে৷

এই Dedicated Server ব্যবহার করা হয় মূলত high traffic website এবং web hosting বিজনেস বা কর্পোরেট সার্ভিস এর ক্ষেত্রে৷
এক কথায়, Dedicated Server হচ্ছে নিজস্ব এক সম্পদের মতন, যা কিনা নিজের মতো করেই ব্যবহার করতে পারেন।
চলুন উদাহরণস্বরূপ একটু ধারণা দেই, 
ধরুন, আপনার কাছে একটি Computer রয়েছে আর আপনি আপনার Computer এর Motherboard, HDD, Processor ইত্যাদি  আপনি কিন্তু নিজের পছন্দমতই ব্যবহার করতে পারেন৷ তেমনি নিজের ইচ্ছাস্বাধীন আপনি Dedicated Server ও ব্যবহার করতে পারবেন৷ শুধু এখানে পার্থক্য এতোটুকুই থাকবে যে, Computer টি আপনি নিজে ব্যবহার করতে পারবেন৷ আর Dedicated Server টি সবাই ব্যবহার করতে পারবে যেকোনো জায়গা থেকে শুধু তার জন্য প্রয়োজন পড়বে Bandwidth Connection আর একটা Real IP Address এর৷
আরেকটু সহজ ভাষায়, 
আপনি চাইলেই যেমন নিজের Computer এ Software Install দিতে পারেন৷ ঠিক সেই ভাবেই আপনি যখন কোন Company থেকে Dedicated সেবা নিবেন তখন সেই Company আপনাকে একটি ইউনিক IP Address এবং একটা Password দিবে৷ তখন আপনার Computer টিই একটা Server এ পরিণত হয়ে যাবে৷

Definition of Dedicated Server / ডেডিকেটেড সার্ভার এর সংজ্ঞা :-

dedicated server হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ internet server. যেখানে user রা তাদের ইচ্ছেমতো Operating System, Hardware, Software ইউজ করতে পারে৷ Dedicated Server বলতে গোটা একটি পূর্ণ সার্ভার কম্পিউটারকে বোঝায়৷ যেখানে Dedicated Server এ থাকে নিজস্ব রিসোর্স যা শেয়ার্ড নয় বরং ইউজার ইচ্ছে করলে রিসোর্স শেয়ার করে ব্যবহার করতে পারবে৷
এক কথায়, Dedicated Server এর সম্পূর্ণ Control থাকে ইউজারের ওপর৷

Example of dedicated server :-
PROCESSOR : Xeon Quad-Core X3440 2.53GHz
HARD DISK : 500GB Enterprise SATA III
MEMORY : 8 GB
CPU : 8 CPUs
MONTHLY BANDWIDTH : 10TB
FREE IP ADDRESS : 5
CPANEL/WHM : Yes

Dedicated Server কেন ব্যবহার করবেন ?

প্রথমেই বলে রাখি পৃথিবীর প্রত্যেকটি ব্যাক্তি একই রকম হয় না, ভিন্ন ভিন্ন হয়ে থাকে৷ এবং প্রত্যেকেরই পছন্দ-অপছন্দ আলাদা আলাদা হয়ে থাকে ৷ কেউ অন্যের হয়ে কাজ করে নিজের জীবিকা অর্জন করেন৷ তো কেও নিজেই নিজের মালিক হয়ে জীবিকা নির্বাহ করে থাকেন৷ এখানে ডেডিকেটেড সার্ভারটি হলো তাদের জন্য যারা নিজেই নিজের boss হতে চান ৷ 
আপনি যদি নিজস্ব কোন ব্যবসা অনলাইনে শুরু করতে চান তাহলে আপনার Website এর জন্য Dedicated Server হচ্ছে একটি স্মার্ট চয়েস। কেননা, Dedicated Server এ আপনি এত বেশি Flexibility পেয়ে যাবেন, যা অন্যান্য Web hosting এর ক্ষেত্রে পাওয়া প্রায় অসম্ভব একটি ব্যাপার৷ আর সব থেকে বড় ব্যাপার হলো, Dedicated web hosting বা Dedicated server বর্তমানে ছোট থেকে বড় প্রায় সমস্ত ধরনের ব্যবসার ক্ষেত্রেই ব্যবহার করা যায়৷ আর এর সবথেকে বড় সুবিধা হচ্ছে, এখানে আপনি একটি মাত্র informationএর সাহায্যেই ১০ জন VPS user এ সুবিধা ভোগ করতে পারবেন৷
তাছাড়াও, আপনি লক্ষ লক্ষ ভিজিটর কে আপনার Website browse পড়ার সুযোগ দিতে পারবেন কেবলমাত্র একটি ভাল Dedicated Server Hosting এর সাহায্যে৷
Dedicated Server ব্যবহারের সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি নিজেই Website টি Control করতে পারবেন৷
সহজ অর্থে, Dedicated Hosting ব্যবহারের ফলে আপনার Website এর Loading speed হাজার গুণ বেড়ে যাবে৷  এমনকি আপনি নিজের পছন্দ মত Software Install করতে পারবেন৷ এছাড়াও আপনার Website এ যখন অজস্র পরিমাণ Traffic আসবে তখন Dedicated Server এর সাহায্যেই আপনার Website এর ভারসাম্যতা বজায় রাখতে পারবেন ইত্যাদি৷ অর্থাৎ, কোম্পানি ইউজারদের সমস্ত রকম অ্যাক্সেস রিমোটলি দিয়ে থাকেন৷ যেমন- গ্রাহক IPMI অ্যাক্সেস এর সাহায্যে সার্ভারের বুট, শাটডাউন , রিবুট, ও এস রিবিল্ড ইত্যাদি করতে পারবেন৷
              এত কিছু জানার পরেও আপনার মনে কি এখনো প্রশ্ন জাগছে যে ডেডিকেটেড সার্ভার টি ব্যবহার করবেন কিনা? তাহলে বলবো, দেরি না করে আপনার website এর জন্য বেঁছে নিতে পারেন চোখ বন্ধ করেই  Dedicated Server কে৷ বিশ্বাস করুন, এটি আপনার ওয়েবসাইটকে মারাত্মক সাফল্যে শীর্ষতম তালিকায় পৌঁছে দিতে পারে৷

Dedicated server কিভাবে কাজ করে ? 
এই ডেডিকেটেড সার্ভার হচ্ছে এমন একটি পিসি বা কম্পিউটার যা কিনা শুধু সার্ভার হিসেবে কাজ করে থাকে, এবং এটি কোন অবস্থাতেই ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন হিসেবে কাজ করে না।

Dedicated server ব্যবহারের সঠিক সময় কখন তা কিভাবে বুঝবেন?

প্রথমেই জেনে রাখা ভালো যে, Website খোলার প্রথম পর্যায়ে কখনোই Dedicated Server বেঁছে নিবেন না৷ কারণ, আমরা সবাই জানি যে সব কিছুরই নির্দিষ্ট একটি সময় থাকে, ঠিক তেমনি আপনার ওয়েবসাইটের জন্য ডেডিকেটেড সার্ভারের ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট সময় অবধি আপনাকে অপেক্ষা করতে হবে ৷ 
একটি Website খুলে ফেললেই তো আর হবে না৷ মনে রাখবেন, এজন্য আপনাকে সর্বদা যুক্তি ও বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এবং আপনাকে বাজেটের কথাটাও মাথায় রাখতে হবে৷
                তাহলে চলুন জেনে নেই Website এর জন্য প্রথমেই কোন Hosting চয়েজ আপনার জন্য বেস্ট হবে! এবং ঠিক কখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য dedicated server ব্যবহার করতে পারবেন?
নতুন ওয়েবসাইট ক্রিয়েট করার পরেই আপনি আপনার Website এর জন্য used করতে পারেন Shared Hosting. কেননা, Shared hosting নতুন Website এর জন্য অত্যন্ত কার্যকরী ও খুব অল্প মূল্যের বেশ ভালো Hosting service.
এর পর যখন আস্তে আস্তে আপনার Websiteএ প্রচুর ভিজিটর আসবে তখন আপনি চোখ বন্ধ করে dedicated server কে বেঁছে নিতে পারেন।
মনে রাখবেন, নিজের Website টিকে Server এ রূপান্তরিত করার উদ্দেশ্যেই মূলত ব্যবহার করা হয় Dedicated Server কে৷ যখন আপনার Website টি Server এ পরিণত হবে তখন, আপনি customer দের চাহিদানুসারে সার্ভিস প্রদান করতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণ টাকাও ইনকাম করতে পারবেন৷ এই Dedicated Server আপনার জীবন ও ব্যবহারের ক্ষেত্রে বয়ে নিয়ে আসবে তুমুল পরিবর্তন৷

Dedicated server এর বৈশিষ্ট্য :-

ডেডিকেটেড সার্ভার ব্যবহারকারীরা ডেডিকেটেড সার্ভারের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন৷ সেগুলি হল -
অন্যান্য Hosting সার্ভিসের তুলনায়  Dedicated Server এর মূল্য অনেক বেশি হয়৷
যেহেতু এই Dedicated server এর দাম অনেক High level এর সেক্ষেত্রে এর CPU ব্যবস্থাও বেশ উন্নত মানের হয়ে থাকে৷
Dedicated server এর RAM এবং Space অনেক বেশি থাকে৷
Disk space বেশি হয়৷
Dedicated server এ High speed internet connection সর্বদা বজায় থাকে৷
Dedicated server এর ক্ষেত্রে ইউনিক IP address থাকে যা অন্যান্য সার্ভারে থাকে না বললেই চলে৷
Dedicated server এর সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে নিজের ইচ্ছামত Software install করতে পারা যায় ইত্যাদি৷

ডেডিকেটেড সার্ভারের সুবিধা ও অসুবিধা গুলি কি কি ?

বিশ্বে কোন কিছুই ফেলনা নয়৷ যেমন আমরা যা বলি, শুনি, দেখি এবং করি সমস্ত কিছুরই সুবিধা রয়েছে৷ সুবিধা যেমন রয়েছে তেমনি অনেক অসুবিধাও রয়েছে। কথায় আছে না রাতের পর যেমন দিন হয় কিংবা সুখের পর যেমন বয়ে আসে দুঃখ, জীবনটাই পরিবর্তনশীল কোন কিছুই স্থায়ী নয়৷ ঠিক তেমনি ডেডিকেটেড সার্ভারের অনেক সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও লক্ষ্য করা হয়েছে৷ 
ডেডিকেটেড সার্ভার একটা নিজস্ব সম্পদের মতো সে কথা আগেও বলেছি৷ তাই আপনি আপনার সম্পদ কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি আপনার ইচ্ছা স্বাধীন ডেটিকেটেড সার্ভার ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ Hosting এর যথাযথ ব্যবহার সম্পর্কে আপনার জ্ঞান থাকা খুব প্রয়োজন৷
চলুন অযথা অন্য কথায় না গিয়ে জেনে নিই ডেডিকেটেড সার্ভারের সুবিধা ও অসুবিধা গুলি সম্পর্কে।

সুবিধা ও অসুবিধা :-

  • Technical issue :- অন্যান্য সার্ভারের থেকে ডেডিকেটেড সার্ভারের সুবিধা যেমন অনেক বেশি হয়৷  ঠিক তেমনি যদি কখনো আপনার ওয়েবসাইটে টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আপনি নিজেই নিজের ইচ্ছামত সমাধান করতে পারবেন৷ যা অন্যান্য সার্ভারের ক্ষেত্রে আপনি চাইলেই করতে পারবেন না৷
  • নিরাপত্তা ব্যবস্থা :- অনেক সময় অনেক website ঝুঁকির সম্মুখীন হয়৷ কিন্তু ডেডিকেটেড সার্ভার ব্যবহারের ফলে ওয়েবসাইটে তেমন কোন ঝুঁকির সম্মুখীন হতে হয় না৷ যদি কোন প্রবলেম হয় তা নিজেই সলভ করা যায় এমনকি ইচ্ছা মত আপনি এটি এক্সেসও করতে পারবেন৷
  • দ্রুত নতুন পরিষেবা সেটআপ :- এই হোস্টিংয়ের সব থেকে বড় সুবিধা হল এটি খুব দ্রুত নতুন পরিসেবা সেটআপ করার অনুমতি দেয়৷ কেননা, একই মেশিনে অন্যান্য ব্যবহারকারীদের সহযোগিতায় এটি করার কোন প্রয়োজন নেই৷
  •  IP Address :- একটি ডেডিকেটেড IP Address আপনাকে এটি কি করে তার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ দিয়ে থাকে৷ কারণ, এটি অন্য কোন ব্যক্তি ব্যবহার করতে পারবে তেমন কোন ঝুঁকি নেই৷ এই ডেডিকেটেড IP Address সরাসরি আপনার site এর সঙ্গে connected তাই search engine গুলি আপনার সাইটের সমস্ত পেজগুলিকে ইন্ডেক্স করতে পারে৷ এছাড়াও visitor বা traffic নিজের আওতায় ধরে রাখার হার উন্নত করতে সহায়তা করে যা শেষ অবদি উচ্চ রাঙ্কিংয়ে রূপান্তরিত হয়৷
  • কাস্টমাইজেশন :- ডেডিকেটেড সার্ভারে কিছু স্বাধীনতা থাকে যা অন্যান্য ওয়েব হোস্টিং প্ল্যান গুলিতে থাকে না৷ এরকম ডেডিকেটেড সার্ভারে আপনি শুধুমাত্র প্রয়োজনীয় বৈশিষ্ট্য গুলির জন্য টাকা দিলেই হবে বাড়তি জিনিসের জন্য  কোনো টাকা দেবার প্রয়োজন পড়ে না৷
    নিজের সার্ভারে নিজের মতো ব্যবহার করতে পারবেন যা অনন্য সার্ভারে possible নয়৷

Dedicated server এর আরো বড় একটি সুবিধা হচ্ছে আপনি চাইলেই সার্ভারটি বন্ধ রাখতে পারবেন, এবং রিস্টার্টও করতে পারবেন৷ এমনকি সার্ভারের BIOS এ ঢুকতে পারবেন কোনো পোর্ট বন্ধ করতে চাইলে তাও করতে পারবেন৷ তবে এই সার্ভার পরিচালনা করা অন্যান্য সার্ভার থেকে একটু কঠিন হতে পারে, যদি এসব বিষয়ে ধারণা তেমন না থেকে থাকে৷ সেক্ষেত্রে ম্যানেজড সার্ভিস নিতে হবে৷
Dedicated server যেহেতু একটি স্বয়ংসম্পূর্ণ ইন্টারনেট সার্ভার৷ তাই dedicated server এ user নিজের ইচ্ছেমতো operating system, hardware, software ব্যবহার করতে পারে৷ যা অন্যান্য Hosting plan গুলিতে করা যায় না ইত্যাদি৷

ডেডিকেটেড সার্ভারটি কিভাবে চয়ন করবেন ?
উপযুক্ত ডেডিকেটেড সার্ভার নির্বাচন করা খুব একটা সহজ কাজ নয়, আবার খুব জটিলও নয়৷ Dedicated Server নির্বাচন করার পূর্বে কয়েকটি বিষয় একটু লক্ষ্য রাখলে আপনি ভালো ও আরো বিশদ ডেডিকেটেড সার্ভার পেয়ে যেতে পারেন৷ সেগুলি হল —

নির্ভরযোগ্যতা :- ডেডিকেটেড সার্ভিস ব্যাবহারের ফলে আপনার নির্ভরযোগ্যতা ঠিক কেমন হবে তা ভালো ভাবে যাচাই করে নিতে হবে। এবং ডেডিকেটেড সার্ভারটা কারোর সাথে ভাগাভাগি করতে হবে কিনা সেই বিষয়টার দিকে নজর রাখতে হবে। আর সর্বোপরি আপনার সার্ভিসটি চলমান কিনা সেই দিক দিয়ে ভালোভাবে বুঝে নিবেন।

সার্ভার ম্যানেজমেন্ট:- সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা থাকা অতি আবশ্যক। জেনে নিতে হবে আপনাকে প্রতিমাসে পেমেন্ট করতে হবে কিনা সেই বিষয়টি বা advance পেমেন্ট করতে হবে কিনা। আপনাকে ব্যাকআপ storage কেমন দিবে, বা ব্যাকআপ storage এর পেমেন্ট কেমন করতে হবে এ বিষয় গুলো ভালো ভাবে জেনে নিবেন৷

নেটওয়ার্ক আপটাইমঃ- যে কোম্পানির কাছ থেকে আপনি ডেডিকেটেড সার্ভার টা কিনবেন তারা কেমন আপটাইম দিবে সে বিষয় টা জেনে রাখা খুবই জরুরি। অনেক কোম্পানি 99.99% আপটাইম গ্যারান্টি দেয়। এর মানে হলে আপনার ওয়েব সাইটটা প্রতিদিন 8.6 সেকেন্ড ডাউঁন টাইম থাকবে। মনে করুন, আপনি অনলাইনে একটা ওয়েব সাইট এ ভিজিট করতে গেলেন সেখানে দেখলেন site টি Access করছে না।পরে হয়ত ওই Website টাতে আপনি আর ভিজিট করতে আগ্রহ অনুভব করবেন না। ঠিক তেমনি আপটাইম গ্যারান্টি সার্ভিস ভালো না দিলে আপনার ওয়েব সাইট এর ভিজিটর কমে যাবে এতে আপনার ব্যবসা ক্ষতি হবে।

অপারেটিং সিস্টেম সাপোর্ট :- আপনার পছন্দের কোম্পানি অপারেটিং সিস্টেম সাপোর্ট কেমন দিবে তা নির্ধারণ করে নিতে হবে। লিনাক্স বা অন্য কোন সিস্টেম এর জন্য কোন চার্জ নেওয়া হয় কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। অপারেটিং সিস্টেম সাধারণত ডেডিকেটেড সার্ভার প্লান এর উপর নির্ভর করে ।তাই আপনাকে সিস্টেম সাপোর্ট এর কথাটা ভাবতে হবে।

ব্যান্ডউইথ :- আপনি ব্যান্ডউইথ সার্ভিসটা কেমন পাবেন সেটা কিন্তু প্রধান একটা 'বিষয়। কারণ আপনার Websiteটা অনলাইনে Active দেখানোর জন্য ব্যান্ডউইথ এর প্রয়োজন। আপনার Website টা যদি অনলাইনে Active না থাকে তাহলে আপনি সার্ভার কিনে কি করবেন?এতে আপনার সাইট থেকে ভিজিটর কমে যাবে। তাই আপনাকে ব্যান্ডউইথ এর কথা মাথায় রাখতে হবে।
ই-মেইল সুবিধা:- অনেক সময় সাইটে স্প্যাম জনিত সমস্যা দেখা যায়। সে ক্ষেত্রে আপনার পছন্দের কোম্পানি কেমন ইমেইল সুবিধা দিবে সেই বিষয়টা জেনে রাখতে হবে।

নিরাপত্তা বাবস্থা :- সার্ভিস এ কেমন নিরাপত্তা পাবেন সে বিষয়টা খেয়াল রাখা অতি জরুরী একটি দিক। আপনার ডাটা সেন্টার এ অবস্থিত ডেডিকেটেড সার্ভারগুলি কেমন সুরক্ষিত আছে সে বিষয়ে নিশ্চিত হতে হবে। সার্ভার জনিত কোন সমস্যা হলে, কেমন সমাধান দিবে সেটা জানতে হবে।

পরিসেবা :- আপনি প্রতিদিন ২৪ ঘণ্টা ও বছরে ৩৬৫ দিন পরিসেবা পাবেন কিনা জানতে হবে। যে কোন প্রকার ত্রুটিতে তারা কেমন সেবা প্রদান করবে এটা নিশ্চিত হতে হবে ইত্যাদি৷

সর্বোপরি, একটাই কথা বলার যে উপরন্তু আলোচনা থেকে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন ডেডিকেটেড সার্ভার একটি ওয়েবসাইটের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ৷ ডেডিকেটেড সার্ভারে এত বেশি সুযোগ-সুবিধা রায়ছে যা অন্যান্য Web Hosting গুলিতে পাবেন না৷ তাই নিজের website development এর জন্য বেছে নিতে পারেন ডেডিকেটেড সার্ভারকে৷

Popular Post:

Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment