logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

Keyword Research কি? এবং এটি কিভাবে করতে হয়?


Keyword:

  • সাধারনত আমরা অনলাইন যা কিছু লিখে Search করি। সেগুলো প্রত্যেকটি এক একটি Keyword. অর্থ্যাৎ, আমরা যখন গুগল বা YouTube-এর Search বক্সে কোনো কিছু লিখে Search করি। আমাদের লেখা সেই শব্দ গুলোকে বলা হয়, Keyword.
  • মনে করুন- আপনি যে আর্টিকেলটি পড়ছেন, এই বিষয় নিয়ে Google-এ বা অন্যান্য Search Engine-এ লিখে Search করলেন এটিই হলো Keyword.

Keyword প্রকারভেদ: 

যখন আপনি Keyword কে বিভক্ত করার কথা ভাববেন। তখন আপনি Keyword-কে ৩ টি ভাগে ভাগ করতে পারবেন। যথাঃ

  1. Long Tail Keywords
  2. Short Tail Keywords
  3. LSI Keyword

Keywordকে কেন ৩ টি ভাগে ভাগ করা হলো। সে বিষয়ে মাথা না ঘামিয়ে, চলুন এবার জেনে নেই, Long Tail Keyword ও Short Tail Keyword এবং LSI Keyword মানে কি।

Long Tail Keywords

  • যদি সোজা ভাবে বলি, কোন Keyword-এর ভিতর তিন Word-এর বেশি থাকলে সেই Keywordকে Long Tail Keywords বলা হয়। আপনার জানা উচিত Long Tail Keywords গুলোতে সাধারণত Search Volume কম থাকে।
  • তবে Long Tail Keywords গুলো সাধারণত Short Tail Keyword থেকে ভালো উপস্থাপন রূপে সাজাতে পারে।
  • আমার মনে হয় আপনাকে যদি একটি উদাহরণ দেওয়া যায় তাহলে বুঝতে সুবিধা হবে,
  • আমি ধরে নিলাম আপনার Keywordটি হল “Online Income” দেখুন এখানে তিন Word-এর ও কম আর কম থাকাই শুধু Online Income বুঝিয়েছে।
  • আপনি যদি এভাবে লিখেন, “Online থেকে Income করার সহজ উপায়” লেখা গুলোর ভিতর একটি সুন্দর মাধুর্য ফুটে উঠেছে।
  • আপনার Keyword কিন্তু “Online-এ Income” ঠিক হয়ে রয়েছে কিন্তু তার সাথে যুক্ত রয়েছে যে সহজ উপায়ে Income করার উপায়।
  • আপনি যদি Boggingএ নতুন হয়ে থাকেন অথবা আপনার Websiteটি যদি নতুন হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন Long Tail Keyword নিয়ে কাজ করার জন্য। এতে করে খুব সহজে আপনার Website Rank হওয়ার সম্ভাবনা থাকে।
  • কোন Keyword এর ভিতরে তিন Word-এর বেশি Word যুক্ত Keyword কেই Long Tail Keywords বলা হয়। 
  • Short Tail Keywords
  • Short Tail Keywords সাধারণত যে Keywordsগুলি ছোট্ট সেই গুলোকে Short Tail Keywords বলে।  আপনার মনে প্রশ্ন আসতে পারে Short Tail Keywords কিভাবে চিনব? যেমন "Keyword" এই Wordটি হলো Short Tail Keyword.
  • LSI Keyword (Latent Semantic Indexing)
  • LSI Keyword-এর পূর্নরূপ হলো, “Latent Semantic Indexing”. সাধারন ভাষায়, আপনার মূল Keyword এর সাথে সমন্বয় রেখে, যা দেখতে পাওয়া যায়। মূলত তাকে বলা হয়, LSI Keyword.
  • যেমন, কোনো একজন ব্যক্তি Online-এ Search করলো, “Mobile”. এখানে Mobile হলো মূল Keyword.
  • এবার মূল Keywordকে Target করে যদি LSI খুজতে যাই। তাহলে আপনার সামনে যে Keywordগুলো আসবে, সেগুলো হলো, Samsung Mobile, Nokia Mobile, Apple Mobile ইত্যাদি।  

keyword Research:

  • আশা করি আর্টিকেলের এই পর্যন্ত আসার পরে, ” Keyword কি” সে সম্পর্কে ষ্পষ্ঠ ধারনা পেয়ে গেছেন। এবার আমরা জানবো,”Keyword Research
  • Research কথাটির অর্থ হলো, গবেষনা করা। ঠিক তেমনি যখন আপনি কোনো একটি Keyword নিয়ে যথেষ্ট পর্যালোচনা করবেন। তখন তাকে বলা হবে, Keyword Research.
  • যেমন, আপনি যাকে Focus Keywords হিসেবে Selection করেছেন। সেটি Long Tail নাকি Short Tail তার Search Volume কত! তার Difficulty কেমন ইত্যাদি বিষয় গুলো জানার জন্য যেসব কাজ করা হয়।মূলত তাকে বলা হয়,”Keyword Research

Importance of Keyword Research:

  • On Page SEO এর মূল হলো Keyword Research. আপনি Blogging করবেন বা একটি Website তৈরি করে সেখানে Traffic নিয়ে আসবেন। এগুলোর প্রথম শর্তে থাকে ভালো Quality Keyword Research করা।
  • আপনি আর্টিকেল লেখার সময় যদি না জানেন যে, মানুষ কোন বিষয়ে নিয়ে Search Engine-এ Search  করে। তাহলে কিন্তু আপনি আর্টিকেল কোন ভাবেই Rank করাতে পারবেন না।
  • তাই একটি আর্টিকেল লেখার আগে আপনাকে অবশ্যই Keyword Research করে নিতে হবে।

কিভাবে Keyword Research করতে হয়?

  • ধীরে ধীরে আমরা মূল পর্বে চলে এসেছি। তাই এখন থেকে যে Point গুলো আলোচনা করবো ৷ সেগুলোর প্রত্যেকটা Point খুব মনোযোগ সহকারে পড়বেন।
  • তো আপনি দুইটি উপায়ে Keyword Research করতে পারবেন। একটি, Manually এবং অন্যটি Tools-এর মাধ্যমে।
  • তবে আপনার জেনে রাখা উচিত যে, যখন আপনি Manually কোনো Keyword Research করবেন। তখন আপনার কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ৷
  • অপরদিকে যদি আপনি এই কাজটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই Tools-এর মাধ্যমে করতে পারবেন। সেজন্য আজকে আমরা জানবো, Tools এর মাধ্যমে কিভাবে Keyword Research করতে হয়।

Freeতে Keyword Research কিভাবে করতে হয়:  

  • আপনি যদি Keyword Research করতে চান? কিন্তু টাকা খরচ করার মতো সামর্থ নেই। তবে চিন্তার কোন কারণ নাই।
  • কারণ আমরা এখানে আপনাকে জানাবো কিভাবে বিনামূল্যে Keyword Research করা যায়। Online-এ Freeতে Keyword Research করার জন্য অনেক Tools ও Browser Extention আছে।
  • সব থেকে বড় কথা হলো এ গুলো অনেক কার্যকরী যদিও একটু কম Information পাওয়া যায়। তার কারণ হলো এগুলোতে Keyword Manually Checkকরতে হয়।

Keyword Research Tools:

  • Google Keyword Planner
  • Keyword Surfer
  • whatsmysrap
  • Ubersuggest Tool

উক্ত Tools গুলো ছাড়া আরো অনেক Tools আছে। যা আপনি Serach Engine-এ Serach করে জেনে নিতে পারবেন।

Kind of keyword research tools

Online-এর মাধ্যমে Keyword Research করার জন্য আপনি 2 ধরনের Tools পাবেন। যথাঃ-

  • Paid Tools 
  • Free Tools

Paid Tools ও Free Tools:  

  • যখন আপনি Keyword Research করার জন্য টাকা দিয়ে কোনো Tools ব্যবহার করবেন। তখন সেই Tools কে বলা হয়, Paid Tools.

কয়েকটি Paid Keyword Research Tools-এর নাম জানা যাকঃ

  • Keyword Everywhere
  • KW Finder
  • Long Tail Pro
  • MOZ Keyword Explorer
  • SEMRush
  • Ahrefs

উক্ত Tools গুলো ছাড়াও আরো অনেক Tools আছে। যেগুলো ব্যবহার করে আপনি সঠিক Keyword গুলো Research করে Website-এ আর্টিকেল লিখতে পারবেন।

শেষ কথাঃ

  • তো বন্ধুরা, এই আর্টিকেল থেকে জানতে পারলেন. Paid Tools ও Keyword Research কিভাবে করতে হয়।
  • আপনি যদি উক্ত আলোচনা মনযোগ দিয়ে পড়েন। তাহলে আপনি যে কোন একটি Free বা Paid Tools ব্যবহার করে Keyword Research শুরু করে দিতে পারেন।

-ধন্যবাদ

Popular Post:

Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment