logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

How Does Computer Work


কম্পিউটারের কাজ করার প্রক্রিয়া মূলত একটাই। প্রথমে, ইউসার দ্বারা Input Unit এর মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ বা Data প্রদান করা হয়। এর পর, Input Unit এর মাধ্যমে গ্রহণ করা Data বা নির্দেশ গুলোকে Process করে Output Unit এর মাধ্যমে User কে সমাধান বা Output প্রদান করা।

একটি কম্পিউটার প্রধানত তিনটি ভাগে ভাগ হয়ে কাজ করে:-

  • ইনপুট ডিভাইস (Input)
  • সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (Process)
  • আউটপুট ডিভাইস (Output)

Input Device:-

কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য যে Device প্রয়োজন হয় তাকে Input Device বলা হয় । Input Device উদাহরণ -সেগুলি হল কিবোর্ড ,মাউস ,স্ক্যানার, বারকোড ,রিডার, লাইট ,ফ্যান, জয়স্টিক ইত্যাদি

ইনপুট ডিভাইস এর কাজ:-

  • Input Device বাইরে থেকে তথ্য গ্রহণ করে।
  • গৃহীত তথ্যকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে।
  • রূপান্তরিত তথ্যকে কম্পিউটারের মধ্যে পাঠিয়ে দে

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট:-

  • সংজ্ঞা

ইনপুট ডিভাইসের মাধ্যমে সমস্ত নির্দেশ বা তথ্যকে Process করে যে Device টি Output Device মাধ্যমে ফলাফল দেখায় সেটিকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট CPU বলা হয়। 

উদাহরণ একটি গুরুত্বপূর্ণ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট(Central Processing Unit) হল CPU যেটি দেখতে অনেকটা বক্স এর মত প্রত্যেকটা মনিটরের পশে  CPU দেখতে পাবেনযেটা ফুল নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট(Central Processing Unit) সংক্ষেপে CPU।

সিপিইউ এর কাজ:-

Input Device থেকে তথ্য ও নির্দেশ গ্রহণ করা গৃহীত তথ্যের Processing করা ও Output Device এর ফলাফল পাঠানো হলো Central Processing Unit  এর একান্ত ও আবশ্যিক কাজ। 

আউটপুট ডিভাইস:-

কম্পিউটারের প্রসেসিং ইউনিট এর সমস্যার সমাধান করে যে Device আমাদেরকে ফলাফল প্রদান করে দেখায় সেটিকে Output Device বলা হয়।  উদাহরণ হিসেবে Output Device গুলির নাম-

মনিটর

প্রিন্টার 

সাউন্ড বক্স ইত্যাদি

 ☝আউটপুট ডিভাইস এর কাজ:-

ফল প্রদর্শন করা ও ফলাফল কি প্রিন্ট করে দেওয়া। 

কম্পিউটারের মূল উপাদান গুলো কি কি ?

  • CPU 
  • RAM 
  • HDD / SSD 
  • Motherboard 
  • Video card 
  • Sound card 
  • Network adapter 
  • Power supply unit 

 

CPU – ( Central Processing Unit )

CPU বা Central Processing Unit হলো একটি কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান উপাদান (component)।একে কম্পিউটারের ব্রেন (brain of the computer) বলে বলা হয়।কম্পিউটারের মধ্যে হওয়া যেকোনো কাজ CPU দ্বারা প্রসেস করা হয়।

CPU, কম্পিউটারের Motherboard এর সাথে সংযুক্ত হয়ে থাকে।

 

RAM – ( Random Access Memory )

রেম (RAM) হলো কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ একটি হার্ডওয়্যার উপাদান যেটাকে computer এর memory device বলে বলা হয়।

এখানে, ইউসার এর নির্দেশ এর সাথে জড়িত Data গুলো অস্থায়ী ভাবে জমা হয়ে থাকে।

যেমন, Operating System এবং Software Application গুলোর দ্বারা ব্যবহার হওয়া Data এবং Information গুলো এই রেম মেমোরিতে (RAM Memory) জমা থাকে।

এর ফলে, কম্পিউটারের সিপিইউ (CPU) অনেক তাড়াতাড়ি ডাটা গুলোকে রেম মেমরি থেকে সংগ্রহ করে, সেগুলোকে Process করে Output প্রদান করতে পারে

মনে রাখবেন, র্যাম এর মধ্যে থাকা Data গুলো অস্থায়ী ভাবে সেখানে জমা থাকে,

তাই কম্পিউটার বন্ধ করে দেওয়ার সাথে সাথে সেই Data বা Information গুলো RAM Memory থেকে মুছে যায়।

 

HDD / SSD

HDD (Hard Disk Drive) বা SSD (Solid State Drive), হলো কম্পিউটারের হার্ডওয়্যার উপাদান যেগুলোকে স্টোরেজ Device বলেও বলা হয়।

এই স্টোরেজ ডিভাইস গুলোতে আমরা বিভিন্ন Software, Data, File, Video, Games ইত্যাদি স্থায়ী ভাবে জমা রাখতে পারি

কম্পিউটার বন্ধ করে দিলেও, এখানে রাখা ডাটা গুলো মুছে বা ডিলিট হয়ে যাবেনা।

যেকোনো সময়, আমরা আমাদের Storage device (HDD / SSD) গুলোর মধ্যে গিয়ে সেখানে থাকা Data বা File গুলোকে Access করতে পারি।

একটি হার্ড ডিস্ক এর মধ্যে কতটা Data / File রাখা যাবে, সেটা নির্ভর করবে হার্ড ডিস্ক এর সাইজ এর ওপরে।

500 GB, 1TB, 2TB ইত্যাদি বিভিন্ন Size এর থাকতে পারে একটি HDD বা SSD।

 

Motherboard

একটি Motherboard ছাড়া কোনো ভাবেই কম্পিউটার কাজ করতে পারবেনা।

এভাবেও বলা যেতে পারে যে, Motherboard ছাড়া কম্পিউটার এর কল্পনা করাও সম্ভব না।

এটা হলো computer এর “Main Printed Circuit Board“, যার সাথে কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যার উপাদান গুলো সংযুক্ত হয়ে থাকে।

আর Motherboard এর মাধ্যমেই প্রত্যেকটি হার্ডওয়্যার উপাদান গুলোতে বিদ্যুৎ সরবরাহ (Power Supply) হয়ে থাকে।

তাছাড়া, Motherboard এর মাধ্যমেই একটি হার্ডওয়্যার আরেকটি হার্ডওয়্যার এর সাথে পরস্পর যোগাযোক স্থাপন করতে পারে

 

Sound Card

Sound card এর ফলে আমরা কম্পিউটার থেকে শব্দের Output পেয়ে যাই।

মানে, কম্পিউটার যখন Sound বা Voice এর মাধ্যমে আমাদের আউটপুট প্রদান করতে চায়,

তখন আমরা সেগুলোকে কিছু Output Device যেকোন Speaker এর মাধ্যমে শুনে নিতে পারি।

তবে, এই Sound Card ছাড়া আমরা Speaker এর মাধ্যমে Sound শুনতে পারবোনা।

 

Network Adapter

বর্তমান সময়ে, ইন্টারনেট ছাড়া কম্পিউটারে কোনো ধরণের কাজ সম্ভব না সেই কথা আপনিও জানেন।

তবে, কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ করা মানেই একটি “External Computer Network” এর সাথে কম্পিউটার কে সংযোগ করা।

আর, কম্পিউটার কে বাইরের যেকোনো Network Connection এর সাথে সংযুক্ত করার ক্ষেত্রে এই Network Adapter কাজ করে থাকে।

এটাও কম্পিউটারের একটি জরুরি হার্ডওয়্যার উপাদান।

 

Power Supply Unit (PSU)

Power Supply Unit (PSU) কে, কম্পিউটারের একটি অনেক গুরুত্বপূর্ণ ভাগ হিসেবে বলা যেতে পারে।

কারণ, PSU এর মাধ্যমেই সম্পূর্ণ Motherboard এবং Motherboard সাথে জড়িত হার্ডওয়্যার উপাদান গুলোতে বিদ্যুৎ সরবরাহ (Power Supply) করা হয়।

যখন আমরা কম্পিউটার এর সুইচ অন করে থাকি,

তখন সরবো প্রথমে,

PSU (Power Supply Unit), কম্পিউটারের বিভিন্ন অভ্যন্তরীণ অংশ গুলোর ক্ষেত্রে, মূল AC Power টিকে Low-voltage regulated DC power হিসেবে কনভার্ট করে থাকে।

তারপর, motherboard এর মধ্যে power supply চালু করে দেয় যার ফলে কম্পিউটার শুরু হয়ে যায়।

 শেষ কথা

  • আশা করছি কম্পিউটার, কিভাবে কাজ করে একটি (How does computer works) বুঝতে পেরেছেন।
  • Computer Function নিয়ে লিখা আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে , তাহলে আর্টিকেলটি শেয়ার অবশই করবেন। 
Popular Post:

Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment