logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

Instagram Marketing (ইনস্টাগ্রাম মার্কেটিং)


ব্যবসা মানেই মার্কেটিং আর মার্কেটিং মানেই ব্যবসা৷ ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল ভাবনা চিন্তা আমাদের মাথায় সর্বক্ষণ ঘুরপাক করে৷ বর্তমানে পৃথিবী যেভাবে আধুনিক রূপ ধারণ করছে সেভাবে যেকোনো ব্যবসার আধুনিক পদক্ষেপ হচ্ছে অনলাইন মার্কেটিং৷ কোন ব্যবসার প্রথম থেকে শেষ অব্দি অর্থাৎ টাকা রোজগার পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই মার্কেটিং৷ মার্কেটিং এর ওপরে নির্ভরশীল আপনার বিজনেসের সফলতা।

আপনারা সবাই জানেন যে কোন ব্যবসার জন্য কতটা জরুরী এই মার্কেটিং৷ আপনি যদি আপনার বিজনেসের মার্কেটিং না করেন তাহলে আপনার বিজনেস বা প্রোডাক্ট সম্পর্কে লোকেরা জানবে কিভাবে? আর এখানেই প্রশ্ন ওঠে যদি লোকেরা নাই জানতে পারে তাহলে বিজনেস বা প্রোডাক্ট সেল ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে কিভাবে? তাই আপনারা সর্বদা মনে রাখবেন, ব্যবসার মার্কেটিং এর জন্য আমাদের এমন একটি স্থান, প্ল্যাটফর্ম বা মাধ্যম দরকার যেখানে অসংখ্য কাস্টমার রয়েছে বিজনেস বা প্রোডাক্ট এর ওপর রুচি রাখে এমন৷ আর ব্যবসার জন্য এই রকমের নির্দিষ্ট কাস্টমার আমরা Facebook, Twitter, Instagram-এর মত নানান অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে পেয়ে থাকি৷

ইন্টারনেটের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে সেভাবে বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী লোকেদের সংখ্যা৷ এর সাথে সাথে ইনস্টাগ্রামের মতো অসংখ্য জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহারও দিনে দিনে হাজার গুণ বেড়ে চলেছে৷ আর এই সুযোগটির সদ্ব্যবহার করে ইনস্টাগ্রাম এর মাধ্যমে লক্ষ লক্ষ ইউজারের কাছে পৌঁছে দিতে পারেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই।

ইনস্টাগ্রাম কি, কিভাবে করবেন, ইত্যাদি তথ্য বিশ্লেষণ করার আগে চলুন জেনে নিই ইনস্টাগ্রাম কি?

ইনস্টাগ্রাম কি?

Instant Camera এবং telegram এই দুটো শব্দের মিশ্রণের ফলে সৃষ্টি হয়েছে Instagram শব্দটি৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, টুইটার ইত্যাদির মতো একটি অনলাইন সার্ভিস হচ্ছে এই ইনস্টাগ্রাম৷ 
সহজ অর্থে, ইনস্টাগ্রাম বলতে মূলত বোঝায় সোশ্যাল নেটওয়ার্কিং একটি প্লাটফর্মকে৷

ইন্সটাগ্রাম এর সাহায্য ফটো, ভিডিও, টেক্সট স্ট্যাটাস ইত্যাদি ইনস্টাগ্রামের ইউজারের সঙ্গে শেয়ার করতে পারবেন৷
Kevin Systrom এবং mike krieger এই দুজন ব্যক্তি মিলে ২০১০ সালে তৈরি করেছিলেন এই ইনস্টাগ্রাম৷

এবার ফিরে আসি আমরা আমাদের মূল বিষয়বস্তু ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে !

ইনস্টাগ্রাম মার্কেটিং কি?

ইনস্টাগ্রাম এর মাধ্যমে আপনার ফটো, ভিডিও, স্ট্যাটাস অথবা যে কোন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস ইত্যাদি নিমিষের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার করায় এই প্রক্রিয়াকে বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং৷

উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন, আপনার একটি Cake এর ব্যবসা আছে, এবার আপনি বিভিন্ন মার্কেটিং প্রক্রিয়াগুলো কে কাজে লাগিয়ে খুব সহজেই নিজস্ব Cake এর ব্যবসা সম্পর্কিত বিষয় মানুষদের জানাতে পারেন৷ যেমন- Cake গুলির ডিজাইন ইনস্টাগ্রাম এর মাধ্যমে post করতে পারেন এবং আপনার তৈরি করা Cake গুলো কেনার জন্য মানুষদের উৎসাহিত করতে পারেন৷ শুধুমাত্র Cake বলেই নয় আপনি যেকোনো জিনিস ইনস্টাগ্রাম এর মাধ্যমে মানুষের কাছে প্রমোট করতে পারেন এতে আপনার বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কাস্টমারও বৃদ্ধি পেতে শুরু করবে৷

এই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য আপনি business, product, brand এর সঙ্গে নানান image, video এবং Text কন্টেন্ট ব্যবহার করতে পারবেন৷

সাধারণত দুভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করা যায়৷ যথা- 

  1. অর্গানিক -অর্থাৎ অর্গানিক কন্টেন্ট যেমন Story পোস্ট করে৷
  2. পেইড -অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে ইনফ্লুয়েন্সারদের সাহায্যে৷

কেন ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন ?

আপনি ভাবতেই পারেন এত এত মার্কেটিং করার source থাকতে শুধু শুধু কেনইবা ইনস্টাগ্রামকে বেছে নিব মার্কেটিং এর জন্য৷ ইনস্টাগ্রামে মার্কেটিং করার বেনিফিট অথবা লাভ কি? 

এমন সব question যদি আপনারও মনে থাকে তাহলে জেনে নিন ইনস্টাগ্রাম মার্কেটিং করার সুবিধা !

সুবিধাতে আসার আগে একটু জেনে নেই এর জনপ্রিয়তা ঠিক কতটা, ব্যবসার উন্নতিতে ইনস্টাগ্রাম আপনাকে ঠিক কিভাবে সাহায্য করবে? আমরা প্রত্যেকেই জানি বর্তমানে এমন অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যা জনপ্রিয়তা আকাশচুম্বী সে সম্পর্কে আমার কোন দ্বিমত নেই৷ তবে জনপ্রিয়তার দিক থেকে একটু তাকিয়ে দেখলে বুঝতে পারবেন ইনস্টাগ্রামও কোনো অংশে পিছিয়ে নেই৷ আপনি শুনলে একটু অবাকই হবেন, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় statistics analysis ওয়েবসাইট statista.com এর মতে -  ইন্সটাগ্রাম এর মোট ইউজার ছিল ২০১৭ সালে  ৫৯৩.৭ million, ২০১৮ তে ৭০৬.৫ million, ২০১৯ এ ৭৬৬.৪ million এবং ২০২০ তে ইউজার সংখ্যা ছিল প্রায় ৮৫৪.৫ million আর ২০২১ - সালে ইনস্টাগ্রামের ইউজার সংখ্যা ছিল প্রায় ১.০৭৪ এবং বর্তমানে ২০২২ দাঁড়িয়ে ইনস্টাগ্রামের ইউজার সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং আগামীতেও এর জনপ্রিয়তা দিনে দিনে বাড়বে বয়ে কমবে না৷

সবচেয়ে বড় কথা অনলাইনে আপনার বিজনেসের মার্কেটিং করার একটি মাধ্যম যদি খুঁজে থাকেন তাহলে চোখ বন্ধ করে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর ভরসা রাখতে পারেন৷ কেননা, এখানে মার্কেটিং এর সফলতা নিশ্চিত৷

তাছাড়াও, আপনি যদি ইন্সটাগ্রাম এর মাধ্যমে মার্কেটিং করেন তাহলে প্রথমত, আপনি ইউজ মত অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন ৷
দ্বিতীয়ত, যেই সেক্টরে ভিজিটর অনেক সেই সেক্টরে মার্কেটিং করার পথ আরো প্রশস্ত হয়৷

ইনস্টাগ্রামে মিলিয়ন মিলিয়ন ইউজার থাকায় আপনি খুব সহজে কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারেন নিমিষেই৷ তাছাড়া আপনি যদি paid promote করে মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি সহজেই কাঙ্খিত অডিয়েন্সের কাছে চলে যেতে পারবেন৷ এগুলো ছাড়া আরো অনেক সুবিধা আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং করার ক্ষেত্রে পেয়ে যাবেন৷ 

ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে শুরু করব? 

প্রথমেই বলে রাখি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম বা ধাপ থাকে৷ ঠিক সেইভাবেই Instagram marketing করার অনেক ধাপ রযেছে সেগুলিকে সঠিক ভাবে অনুসরণ করলে, আপনিও খুব সহজই ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবেন৷ একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যেই উপায়েই ইনস্টাগ্রাম করেন না কেন তার জন্য আপনার দরকার নির্দিষ্ট পরিকল্পনা এবং প্ল্যাটফর্মে ফিচার গুলির দক্ষতা।
ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য অনেক উপায় অথবা পদ্ধতি রয়েছে সেগুলি করে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন৷ যথা-
১) business account তৈরি :-
সর্বপ্রথম আপনাকে একটি বিজনেস অ্যাকাউন্ট খুলে নিতে হবে কারণ বিজনেস একাউন্ট এমন অনেক সুবিধা রয়েছে যা কিনা পার্সোনাল প্রোফাইলে নেই৷ যেমন-
i) একটি বিজনেস অ্যাকাউন্ট রয়েছে আপনার পোস্ট ও স্টোরির পারফরম্যান্স ডেটা দেখার ব্যবস্থা৷
ii) সমস্ত ফলোয়ারদের  ডিটেইলস।
iii) মেসেজ, পোস্ট কমেন্ট ও ইন্টারঅ্যাক্টিভ স্টিকারের মাধ্যমে ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা রয়েছে৷
iv) খুব সহজেই বিসনেস অ্যাকাউন্টের মাধ্যমে কোনকিছুর বিজ্ঞাপন দিতে পারবেন ইত্যাদি৷
        বিজনেস অ্যাকাউন্ট খুলতে ইনস্টাগ্রামে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে৷ যথা-

ক) সাইন-আপ (যদি আপনার কোনো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকে থাকে) :-
i) প্রথমেই আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপ ইন্সটল করে নিতে হবে প্লে স্টোর থেকে৷
ii) তারপর অ্যাপ টিকে খুলতে অ্যাকাউন্ট তৈরি করতে email/ phone number দিয়ে next option এ click করতে হবে ৷
iii) ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করতে হবে৷
iv) প্রোফাইলের জন্য প্রয়োজনীয় ডিটেলস লিখে next option এ click করুন৷
খ) business accountant রূপান্তর :-
এবার আপনার পার্সোনাল অ্যাকাউন্ট টা কে বিজনেস অ্যাকাউন্ট বানাতে -
i)নিজের profile এ গিয়ে ডান পাশের উপরে হ্যামবার্গার আইকনে click করুন৷
ii) settings এ click করে এবার অ্যাকাউন্টে জান৷
iii) switch to professional account এ click করুন৷
iv) business এ click করবার পর নির্দেশনা অনুসরন করুন৷

গ) এবার আপনার বিজনেস অ্যাকাউন্ট প্রোফাইল ঠিক মত সাজাতে -
ইনস্টাগ্রামে ১৫০ ক্যারেক্টার এর মধ্যে Bio লিখতে হবে আপনাকে৷ এছাড়াও আপনাকে আরো কয়েকটি ব্যাপারে নজর রাখতে হবে৷ যথা-
i) আপনার নাম :- ৩০ ক্যারেক্টর ব্যবহারের মাধ্যমে আপনাকে নাম লেখার জন্য দেওয়া হবে৷ এবং এর দ্বারা আপনাকে সার্চ করা যাবে৷
ii) আপনার ইউজারনেম :- এখানেও ৩০ ক্যারেক্টার দেওয়া হবে৷ একে ইনস্টাগ্রাম Handleও বলা হয়৷
iii) আপনার ওয়েবসাইট :- ওয়েবসাইটের আপনার লিংক এখানে ব্যবহার করতে পারবেন৷ এটা বিশেষ গুরুত্বপূর্ণ কেননা ইনস্টাগ্রামে সব জায়গায় লিংক ব্যবহার করার পারমিশন থাকেনা। তাই আপনার কাঙ্খিত লিংকে টার্গেট অডিয়েন্স কে নিয়ে যেতে এটি অনেক কার্যকরী একটি মাধ্যম৷
iv) ক্যাটাগরি :- ব্যবসার ধরন এখান থেকে নির্বাচন করুন৷
v) যোগাযোগের তথ্য :- কীভাবে অডিয়েন্সরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে সে সম্পর্কিত বিষয়ে তথ্য দেওয়ার সুবিধা।
vi) Action বাটন :- এর সাহায্যে টার্গেট অডিয়েন্সকে বুকিং বা অর্ডার দেবার ব্যবস্থা করতে পারেন৷
vii) ফেসবুক পেইজ :- ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আপনার ব্র্যান্ডের ফেসবুক পেইজ join করার ফলে আপনি দুই প্ল্যাটফর্মে একই সঙ্গে মার্কেটিং করতে পারবেন৷

২) post regularly to attract followers :-
উপরিক্ত সবকিছু সেট করার পর আপনাকে আপনার ব্যবসা সম্পর্কিত ব্র্যান্ড, প্রডাক্ট বা সার্ভিসগুলো সাথে সম্পর্কিত images, videos, infographics বা অন্যান্য Content গুলোকে নিয়মিত নিজস্ব প্রোফাইলে পোস্ট করুন অথবা পাবলিশ করুন৷ এতে আপনার profile ও content গুলি অনেক ইউজারদের চোখে পড়বে এবং ফলোয়ার্স ও আস্তে আস্তে বৃদ্ধি পাবে৷

৩) Partner with other influencers :-
যখন প্রশ্ন আসে একটি নতুন ইনস্টাগ্রামের প্রোফাইলে ফলোয়ার্স বাড়ানোর সে ক্ষেত্রে অনন্য জনপ্রিয় ইনস্টাগ্রাম influencers এর সঙ্গে partnership করা অত্যন্ত আবশ্যক একটি বিষয়৷ অর্থাৎ, অন্যান্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মালিকদের অনুরোধ করতে হবে যাতে তারা আপনার প্রোফাইল সম্পর্কে একটি shout out দিতে থাকে৷ এতে তাদের প্রোফাইলের দ্বারা কিছু সংখ্যক ফলোয়ার্স চলে আসবে আপনার প্রোফাইলে৷
     তবে একটা কথা মনে রাখবেন, নিজস্ব বিজনেস বা প্রোডাক্ট এর সঙ্গে সম্পর্কিত Instagram influencers দের সাথেই partnership করলেই আপনি আপনার পছন্দমতো অনেক ফলোয়ার্স বৃদ্ধি করতে সক্ষম হবেন৷
৪) reply to others comments :-
 আপনার বিজনেস বা প্রোডাক্ট সম্পর্কিত পোস্ট গুলিকে অবশ্যই অনেক অডিয়েন্স কমেন্ট করবে৷ আর আপনি কাজের বা আকর্ষণীয় কিছু কমেন্টের রিপ্লাই করবেন এতে কাস্টমাররা আপনার প্রোফাইলে অবশ্যই ভিজিট করবে৷ এবং এর ফলে ফলোয়ার্স বাড়ার সম্ভাবনা হাজার গুণ বেড়ে যায়৷

ইনস্টাগ্রামের মাধ্যমে অনলাইন মার্কেটিং কীভাবে করবেন?

উপরিক্ত আলোচনায় আমি আগেই বলেছি, যখন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ মার্কেটিং করবেন সেক্ষেত্রে আপনার সেই প্লাটফর্মে অনেক followers থাকা অত্যন্ত জরুরী আপনার বিজনেস বা প্রোডাক্টের প্রোমোট এর জন্য৷ 
আর আপনাকে একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দ্রুত ফলোয়ার্স বৃদ্ধির জন্য অপেক্ষা করে একটু ধৈর্য রেখে উপরে বলা বিষয়গুলোতে একটু লক্ষ্য রাখতে হবে৷ 
আর একবার যদি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়তে শুরু করে সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু প্রক্রিয়া অবলম্বন অথবা কয়েকটি উপায় এর সাহায্যে খুব সহজেই ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারবেন৷
নিম্নে কয়েকটি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো৷ যথা-
১) Instagram stories এর ব্যবহার :-
Instagram stories একটি Free মার্কেটিং পদ্ধতি এবং একটি দারুন engagement tool.
আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ২৪ ঘন্টার জন্য যেকোন রকমের পোস্ট আপনার ইনস্টাগ্রাম ইউজারদের সাথে শেয়ার করতে পারবেন Stories এর মাধ্যমে৷ আপনার পাবলিশ করা ২৪ ঘন্টার জন্য সেই সমস্ত stories অটোমেটিকলি নিজের থেকেই ডিলিট হয়ে অথবা রিমুভ হয়ে যাবে৷ তাই, আপনি এই ইনস্টাগ্রামের stories এই অপশনটা কাজে লাগিয়ে নিজস্ব বিজনেস, ব্র্যান্ড বা প্রোডাক্ট এর সঙ্গে সম্পর্কিত নানান ধরনের আপডেট গুলো images, videos অথবা graphics এর মাধ্যমে ইন্সটাগ্রাম এর সকল ইউজারদের সাথে শেয়ার করে আপনি আপনার বিজনেস বা প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন৷
২) Create visually compelling content :-
ইনস্টাগ্রাম হলো এমন একটি প্লাটফর্ম যেখানে সবকিছুই চোখের দেখার ওপর নির্ভরশীল৷ তাই, আপনারা আপনাদের বিজনেস বা ব্র্যান্ড সম্পর্কে এমন ভাবে কন্টেন্ট তৈরি করবেন যেগুলো দেখতে সাংঘাতিক আকর্ষণীয় হয় যাতে কেউ নজর এড়িয়ে যেতে না পারে৷ যেহেতু আপনি আপনার বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কিত বিষয় post publish করছেন তাই সেক্ষেত্রে আপনাকে প্রচুর creative হয়ে images, infographics, animations বা Videos তৈরি করতে হবে।
আর একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন, যে প্রোমোট করা আপনার প্রোডাক্ট গুলো sharp, clear এবং HD photo পাবলিশ করাটা বিশেষ ইম্পর্টেন্ট৷
Quotes and text based image, instructional posts, videos প্রভৃতি ভিন্ন ভিন্ন রকমের পোস্ট আপনাকে করতে হবে৷ ঠিক এমন ভাবে আপনি চালিয়ে যেতে পারেন আপনার ব্র্যান্ড ও সার্ভিস এর প্রচার৷
৩) IGTV ব্যবহার করুন :- 
IGTV এর অর্থ Instagram TV. এর সাহায্যে long এবং high quality videos বানিয়ে সেগুলোকে publish করা যায়৷
ইনস্টাগ্রাম প্রোফাইলে শুধু কিছু সেকেন্ড শর্ট ভিডিও আমরা পাবলিশ করতে পারি৷ কিন্তু IGTV option এর সাহায্যে আমরা ৬০ মিনিট অব্দি long ভিডিও রেকর্ড করে সেগুলোকে আপলোড করতে পারি৷ তাই নিজস্ব ব্র্যান্ড, বিজনেস এবং প্রোডাক্টের সাথে সংযুক্ত Creative videos বানিয়ে সেগুলি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন এতে follower সহ প্রচুর users রা আপনাকে বিজনেস সম্পর্কে খুব সহজেই জেনে যাবে৷ তাছাড়া Customers এর সাথে এবং followers এর সঙ্গে খুব সহজেই Connected বজায় রাখতে পারবেন৷
৪) advertise on Instagram :-
ফেসবুকের মতোন আপনারা ইনস্টাগ্রামেও কিছু টাকার বিনিময়ে advertisement করতে পারেন অর্থাৎ আপনারা নিজের post বা content গুলোকে paid promotion করে প্রচুর টার্গেট অডিয়েন্স এর কাছে নিজস্ব বিজনেসের প্রচার-প্রচারণা করতে পারবেন৷
      যখন আপনার ইনস্ট্রাগ্রামে অল্প সংখ্যক followers রয়েছে তখন আপনি এই paid advertisement প্রক্রিয়াকে কাজে লাগাতে পারেন৷ আর যদি followers অনেক বেশি থাকে সেক্ষেত্রে paid advertisement এর সাহায্যে আপনি বিভিন্ন অপশন সহ কেবল লক্ষ্যবস্তু ইউজারদের কাছে আপনার পোস্ট গুলিকে প্রমোট করতে পারবেন৷
            Instagram ads এর আপনাকে অনেক ধরনের advertisement করতে পারেন৷ 
যেমন- 
Stories ads, 
photo ads, 
videos ads, 
collection ads, 
Carousel ads,
 ads in Explore
আপনারা চাইলে paid মার্কেটিং করে নিজের বিজনেসকে আরো মানুষের কাছে পৌছে দিতে পারেন৷
৫) use Popular hashtags (#) :-
আপনারা নিজের বিজনেসের সাথে রিলেটেড পপুলার hashtags (#) post গুলোতে Used করতে পারেন৷ অর্থাৎ, এর সাহায্যে Instagram post টি categorised করতে পারেন, তাহলে আপনি targeted followersপেয়ে যাবেন categorized post এর দ্বারা৷
এছাড়াও hashtags করা আপনার publish করা post টিকে hashtags category তে শো করবে৷
আপনার যদি hashtags পপুলার হয় সে ক্ষেত্রে আপনি টার্গেটেড অডিয়েন্স থেকে অনেক Views পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে৷ এভাবে নিজের বিজনেস সম্পর্কিত পোস্ট এর মাধ্যমে আপনি প্রমোট করতে পারেন খুব সহজেই৷

ইনস্টাগ্রাম মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ ?

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মতনই ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মানুষের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে৷ একটি গবেষণায় দেখা গেছে প্রতি মাসে প্রায় ১০০কোটি ইউজার এই ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন৷ তাই আপনার ব্যবসা বা ব্র্যান্ডগুলো পৃথিবীর নানা প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিতে ইনস্টাগ্রামের ভূমিকা অনেক৷ ৮৩% ইনস্টাগ্রাম ইউসার এই প্লাটফর্ম থেকে জানতে পারে নতুনত্ব নানান প্রোডাক্ট ও সার্ভিস এর সম্বন্ধে৷ এক কথায় বললে ইনস্টাগ্রাম ব্র্যান্ডের পরিচিতি গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে৷
              ফেসবুকেরই একটি শাখা হচ্ছে ইনস্টাগ্রাম৷ তাই ফেসবুক মার্কেটিং করার সময়ই ইনস্টাগ্রামে প্রচারণা করতে পারবেন৷ 
বর্তমানে অনেক ব্যবসায়ী এই অনলাইন ইনস্টাগ্রাম মার্কেটিং এর পথটিকে বেছে নিয়ে সফল হয়েছেন৷ কারণ এখানে মার্কেটিং পদ্ধতি অন্যান্য প্ল্যাটফর্ম গুলির তুলনায় অনেক সহজ৷ এছাড়াও ইনস্টাগ্রামে মার্কেটিং করার অনেক সুবিধা রয়েছে যা কিনা একে আরো বেশি জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দিয়েছে৷ তাই অনলাইন বিজনেস এর জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম৷

শেষ বক্তব্য, 
               ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে অনেক ইউজার থাকায় যে কোন বিজনেস এর মার্কেটিংয়ের জন্য একটি কার্যকর মাধ্যম হলো এই ইনস্টাগ্রাম৷ তাছাড়াও প্রত্যেকটি ইউজারের চাহিদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই যেকোনো ব্যবসার প্রসারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ৷ তাই আপনারা আপনাদের ব্যবসার পরিচিতি বাড়াতে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের শরণাপন্ন হতে পারেন নিঃসন্দেহে৷

Popular Post:

Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment