logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

How to Make Money with a Blog for Beginners ?


ব্লগ, এই শব্দ টি আপনি অনেকবার হয়তো অনেক জায়গায় শুনেছেন। এক্ষেত্রে,  ব্লগ কি ? এবং আসলে ব্লগের মানে কি? সেটা জেনে নেওয়াটা কিন্তু আপনার জন্য অনেক লাভজনক হতে পারে।

কারো জন্য ব্লগ এমন একটা টেকনোলজি যে আপনাকে অনলাইন অনেক আয় করে দিতে পারবে।এবং, অনেকের জন্য ব্লগ হলো ইন্টারনেটে কিছু জানার বা শেখার মাদ্ধম । তাহলে চলুন আগে আমরা ব্লগ মানে কি তা জেনেনেই। আজ, India , US , China  আরো অনেক জায়গায় লোকেরা ব্লোগ্গিং কে নিজের career হিসেবে নিয়েছেন।আর এইটা ঠিক যে, ব্লোগ্গিং দ্বারা তারা অনলাইন অনেক টাকা আর্নিং করছেন।টাকা ইনকাম করার ওপরেও তারা নিজের ব্লোগ্গিং এর office ও চলাচ্ছেন।

ব্লগ কিভাবে বানাতে হয়, কি কি জিনিসের আপনার প্রয়োজন হবে আর নিজের বানানো ব্লগ থেকে অনলাইন ইনকাম কেমনে করবেন, এ বেপারে নিচে detailed এ বলবো।

কিন্তু , তারপর আপ্নে আপনার বানানো ব্লগ কে সফল আর successful করার জন্য কেমন handwork করবেন সেটা আপনার ওপর।

Finally , যদি আপনি ভালোকরে নিজের ব্লগটি বানিয়ে পরিশ্রম (hard work) করেন, তাহলে আপনি ব্লগিং থেকে এতো অনলাইন ইনকাম করতে পারবেন যে আপনার অন্য কোনো job বা business করার প্রয়োজন হবেনা। এটাই আপনার একটা ফুল-টাইম business হয়ে উঠবে।

ব্লগ মানে কি বা ব্লগ কাকে বলে ?

সোজা আর সহজ ভাষাতে বললে, ব্লগ আপনার একটা ডায়েরির মতন।

এমন একটা ডায়েরি যেখানে আপ্নে আপনার মন মতো যা খুশি লিখতে পারবেন।

আপ্নে, stories , tutorials , sms, শায়েরি, কবিতা, পত্রিকা এবং আর্টিকেল বা যেকোনো জিনিসের বিষয়ে লিখতে পারবেন।

কেবল, এতটুকু খেয়াল রাখবেন যে আপনি  যা লিখছেন সেটা যাতে সঠিক আর পুরো পরিষ্কার ভাবে লেখা হয়।

এর কারণ হলো, আপনার Personal diary কেউ না দেখতে পারে, কিন্তু diary মতোই এই ব্লগ যেখানে আপনি অনেক কিছু লিখবেন সেটা অনেকেই আজ নাহয় কাল পড়বে।

আর, আপনার লিখা আর্টিকেল যদি কারো ভালোই না লাগে, তাহলে আপনি ব্লগিং এ কখনোই success হতে পারবেননা।

Personal diary মতো এই ব্লগ আপনি হাতে কলমে লিখতে পারবেননা।

ব্লগ লেখার জন্য আপনার কিছু জিনিসের প্রয়োজন  হবে।

এই, দরকারি জিনিস গুলো হলো – একটি computer বা laptop, internet connection, সাধারণ কম্পিউটার knowledge এবং আপনি বিষয়ে আর্টিকেল লিখবেন তার সঠিক জ্ঞান ও knowledge থাকা।

এগুলো যদি আপনার কাছে আছে তাহলে internet এমন কিছু Platformsবা website আছে যারা আপনাকে একটি ফ্রি ব্লগ তৈরি করার সুবিধা দিবেন।

এখন, সবেরথেকে বোরো প্রশ্ন , আপনার বানানো ব্লগে মানুষ বা traffic বা visitors আসবে কোনখানথেকে ? আপ্নেও এটাই ভাবছেন তো ?

তো, এই প্রশ্ন তীর উত্তর হলো, Google Search, Yahoo Search, Social Media এবং অন্য ব্লগ থেকে

 ব্লগ successful করার জন্য আর ব্লগ লিখে টাকা আয় করার জন্য আপনার ব্লগে প্রচুর traffic বা Visitors এর প্রয়োজন হবে।

আর আপনি ব্লগে ফ্রি traffic আর ভিসিটর্স কেবল Google এবং yahoo সার্চ আর social media থেকেই পাবেন।

তো, আশা করি ব্লগ কি বা কাকে বলে এইটা আমি আপনাকে সহজ আর সঠিক ভাবে বুঝতে পারলাম। চলেন নিচে আমরা একটি ফ্রি ব্লগ কিভাবে বানানো যাবে এর বিষয়ে শিখে নেই।

একটি ফ্রি ব্লগ কিভাবে বানানো যাবে ?

দেখেন, ব্লগ বানানোর অনেক উপায় আছে। এই উপায় গুলির মধ্যে mainly দুটো উপায় বেশিকরে ব্যবহার করা হয়।

একটা হলো “Self hosted WordPress blog” আরেকটা হলো “Free blogger blog” .

এখন রইলো, Free blogger blog যেখানে আপনার একটাকাও দেবার দরকার নেই। আপনি, পুরো ফ্রি তে নিজের একটা ব্লগ বানিয়ে নিতে পারবেন।

ব্লগার ফ্রি ব্লগ বানানোর জন্য আপনার প্রয়োজন হবে একটি গুগল বা জিমেইল একাউন্ট এর। কারণ, blogger.com যেখানে গিয়ে আপ্নে একটা ফ্রি ব্লগ বানাবেন সেটা Google এর একটি product বা service .

আর, তাই blogger.com এ ব্লগ বানানোর জন্য আপনার প্রথমে একটি গুগল ID এবং password এর প্রয়োজন হবে। আশা করি আপনার জিমেইল একাউন্ট আছেই, আর যদি নেই তাহলে আপনি Gmail.com এ গিয়ে নিজের Google account বানাতে পারবেন।

এখন, blogger.com website টিতে যাওয়ার পর, আপনি প্রথম Page একটি লিংক দেখবেন “Create A  Blog” বলে। ব্যাস, এরপর আপনি limk  ক্লিক করুন আর তারপর নিজের Gmail account এর ID এবং password দিয়ে login করুন।

login করার পর আপনি ব্লগার setup page দেখতে পাবেন।

এখন আপনি setup page থেকে “Create Google plus account” এ ক্লিক করুন।

এরপর গুগল প্লাস একাউন্ট বানানোর পর “Continue to blogger” লিংক এ ক্লিক করুন।

এখন আপনি নিজের ব্লগার dashboard দেখবেন।

ব্লগার dashboard এ login হওয়ার পর “Create a blog” লিংক দেখবেন যেখানে ক্লিক করে আপ্নে আপনার ব্লগ বানাতে পারবেন।

আশাকরি, ব্লগার ব্লগ কিভাবে বানানো যায় এর সাধারণ জ্ঞান তা আমি আপনাকে দিতে পারলাম। চলেন, এখন আমরা নিচে “ব্লগ থেকে আয় করার উপায় কি” সেটা জেনে নিন।

কিভাবে ব্লগ থেকে টাকা আয় করা যায় ?

দেখতে গেলে ব্লগ থেকে আয় করার কনেকে উপায় আছে। কিন্তু, সব উপায়ের মধ্যে সবেরথেকে ভালো এবং বেশি ইনকাম হওয়া উপায় হলো ৩ টি।

ব্লগ থেকে আর্নিং এর এই তিনটে উপায় হলো – Google AdsenseAffiliate marketing এবং product promotion.

1.Google Adsense দ্বারা ব্লগ থেকে টাকা আয়

Google Adsense, একটি blog বা website থেকে online income করার সবার থেকে সহজ এবং সবারথেকে trusted উপায়।

Google Adsense দ্বারা একটি এমন service বা program যে আপনার ব্লগ বা ওয়েবসাইটে এডভারটিসিমেন্ট display করে আপনাকে টাকা income এক সুযোগ দেয়।

এডভার্টাইসমেন্ট (advertisement) গুলো অনেক রকমের হতেপারে। যেমন, Image ads, video ads এবং লিংক ads.

আপনার ব্লগ বা ওয়েবসাইট এ Google adsense  দ্বারা display করা এই বিভিন্য বিজ্ঞাপন (ads) গুলি যখন কেউ ক্লিক করবেন তখন আপনার Adsense account এ কিছু টাকা ইনকাম হয়।

এই ছোট ছোট ads ক্লিক এবং টাকা এক সময় গিয়ে হাজার হাজার তাকাতে আপ্নে আপনা এডসেন্স একাউন্টে পেয়েযান।

আর, যখন আপনি  ১০০ ডলার এডসেন্স একাউন্ট এ আয় করেফেলবেন তখন আপনার টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেবা হয়।

Google adsense থেকে প্রচুর টাকা আয় করার জন্য আপনার ব্লগে traffic বা visitors দেড় সংখ্যা ভালো হতে হবে।

কারণ, যখন ব্লগে ট্রাফিক বা ভিসিটর্স আসবে তখনতো Google adsense ads তারা দেখবে আর ক্লিক করবে। তাই, প্রথমে আপনি নিজের ব্লগে visitors দেড় সংখ্যা কিভাবে বাড়াবেন সেটা ভাবুন।

তারপর ভিসিটর্স আসারপর আপ্নে এডসেন্স একাউন্ট বাণীতে ব্লগে ads ডিসপ্লে করে অনলাইন  টাকা  আয় করতে পারবেন।

2. Affiliate মার্কেটিং দ্বারা ইনকাম

Google adsense এর পর “Affiliate Marketing” ব্লগ থেকে অনলাইন টাকা আয় করার সবছে ভালো উপায় আজ হয়ে চলেছে।

এফিলিয়াতে মার্কেটিং অনেক সোজা জিনিস।

এখানে, আপনার ইনকামটা commission হিসেবে দেওয়া হয়।

চলুন, Affiliate marketing কি সেইটা আগে জেনে নেই।

 Affiliate marketing কী?

Affiliate marketing সোজাসোজি একটা commission ইনকাম করার মাধ্যম।

এখানে, আপনি যেকোনো জিনিস যেটা online কিনা যাই নিজের ব্লগে promote করে ইনকাম করতে পারেন।

বিভিন্ন অনলাইন store যেমন, Amazon.in , Flipkart.com আরো অনেক যাদের products যেমন, টিভি, ল্যাপটপ, মোবাইল আদিৰ 

Affiliate marketing সোজাসোজি একটা commission ইনকাম করার মাধ্যম।

এখানে, আপ্নে যেকোনো জিনিস যেটা অনলাইন কিনা যাই নিজের ব্লগে promote করে ইনকাম করতে পারেন।

বিভিন্ন অনলাইন store যেমন, Amazon.in , Flipkart.com আরো অনেক যাদের products যেমন, টিভি, ল্যাপটপ, মোবাইল আদিৰ এডভারটিসিমেন্ট নিজের ব্লগে লাগানো হয়।

এই এডভারটিসিমেন্ট গুলি affiliate link এর দ্বারা ব্লগে লাগানো হয় যেটা আপনাকে online store গুলিতে affiliate account বানানোর পরে দেওয়া হবে।

এখন, আপনার লাগানো এফিলিয়েট লিংক বা এডভারটিসিমেন্ট থেকে যদি কেউ কিছু অনলাইন purchase করেন তাহলে আপনাকে commission দেবা হয়।

আর, এইভাবেই আপনি যেকোনো product এর affiliate link নিজের ব্লগে লাগিয়ে promote আর advertise করে unlimited commission ইনকাম পারবেন।

মনেরাখবেন, আপনার advertise করা product বা জিনিসটি কেও কিনলেহে আপনি তার কমিশন পাবেন।

নিজের ব্লগে লাগানো হয়।

এই এডভারটিসিমেন্ট গুলি affiliate link এর দ্বারা ব্লগে লাগানো হয় যেটা আপনাকে online store গুলিতে affiliate account বানানোর পরে দেবা হবে।

এখন, আপনার লাগানো এফিলিয়েট লিংক বা এডভারটিসিমেন্ট থেকে যদি কেউ কিছু অনলাইন purchase করেন তাহলে আপনাকে commission দেবা হয়।

আর, এইভাবেই আপনি যেকোনো product এর affiliate link নিজের ব্লগে লাগিয়ে promote আর advertise করে unlimited commission ইনকাম পারবেন।

মনেরাখবেন, আপনার advertise করা product বা জিনিসটি কেও কিনলেহে আপ্নে তার কমিশন পাবেন।

3. Local product promote করে টাকা আয় করুন

Google adsense এবং affiliate marketing এর পর, ব্লগ লিখে টাকা আয় করার আরেকটা সহজ উপায় আছে আর সেটা হলো “লোকাল প্রোডাক্ট প্রমোশন” হে এইটা সম্ভব।

যখন আপনার ব্লগে অনেক traffic ও ভিসিটর্স আসা শুরু হয়েযাবে, তখন আপনি নিজের লোকাল জায়গার যেকোনো জিনিসের বা দোকানের এডভারটিসিমেন্ট নিজের ব্লগ এ করতে পারবেন।

Advertisement বা product promotion এর জন্য আপ্নে আশেপাশে দোকান মালিক বা স্টোরের manager দের সাথে কথা বলে দেখতে পারেন।

আপনার ব্লগে করা দোকান বা প্রোডাক্ট এর এডভার্টাইসমেন্টের বিনিময়ে আপনি কিছু টাকা ফিস হিসাবে নিতে পারেন।

আপনি হয়তো জানেননা যে আজকাল লোকাল দোকান থেকে শুরু করে সবাই অনলাইন advertisement কে অনেকটাই লাভদায়ক বলে ভাবে।

আর তাই, আপনার ব্লগে যদি ট্রাফিক বা ভিসিটর্স অনেক আঁচে তাহলে আপনি এই সুযোগে নিজের ব্লগ থেকে প্রচুর টাকা কমিয়ে নিতে পারবেন।

শেষ কথাঃ-

আজ এই ব্লগ আর্টিকেলে আমি আপনাদের, ব্লগ মানে কি এবং কিভাবে একটি ফ্রি ব্লগ বানাতে পারবেন সেটা বললাম।

তার ওপরেও, নিজের ব্লগ থেকে অনলাইন টাকা কিভাবে আয় করবেন তার ৩ টি solution বললাম।

তাই, যদি আমার এই ব্লগ post টি যদি আপনার ভালো লেগেছে তাহলে নিজের friends এবং family members দেরসাথে এই post টি অবশই শেয়ার করবেন।                                                                                                                                                                                       -ধন্যবাদ


Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment