logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটারে ভাইরাসের লক্ষণ,কারণ,প্রকার এবং ক্ষতিকর প্রভাব।


আজ আমরা জানবো,

  1. Computer Virus কি বা কাকে বলে ?
  2. Virus মূলত কত প্রকারের এবং কি কি ?
  3. কম্পিউটারে Virus আক্রমণ হওয়ার মূল লক্ষণ কি ?
  4. Virus কম্পিউটারে কি কি ক্ষতি করতে পারে ?
  5. Virus থেকে কম্পিউটারকে কিভাবে বাঁচিয়ে রাখবেন ?
  6. আক্রমণ হওয়া কম্পিউটার থেকে Virus কিভাবে দূর করবেন ?

তাহলে চলুন, আমরা এক এক করে সব প্রশ্নের উত্তর জেনে নেই।

কম্পিউটার ভাইরাস কাকে বলে ?

      কম্পিউটার ভাইরাস, এমন একটি Computer Program বা File যে User -এর অনুমতি বা সচেতনতা ছাড়াই কম্পিউটারকে সংক্রমিত করে এবং আস্তে আস্তে পুরো কম্পিউটারে ছড়িয়ে পরে। এর বাইরে, Virus যেকোনো কম্পিউটারে কখন কিভাবে ঢুকে যেতে পারে, সেটা বোঝে ওঠা খুব কঠিন।

Virus এর মূল কাজ হলো, সে আপনার কম্পিউটার সিস্টেমে ঢুকে, অন্য Program বা File গুলিকে Modify করে নিজের কিছু ক্ষতিকারক Code Program গুলিতে লিখে দেয়।

এতে, আপনার কম্পিউটারের অন্যান্য Program  File গুলি, সেই ক্ষতিকারক ভাইরাসটির মতেই কাজ করা শুরু করে দেয়।

এবং তাই, আপনারা অনেক সময় লক্ষ্য করেছেন হয়তো, আপনার কম্পিউটারে হঠাৎ কোনো ফাঙ্কশন (Program) নিজেই শুরু হয়ে গেলো, কম্পিউটার Restart হয়ে গেলো, সিস্টেম Fail বা এমন অনেক সন্দেহজনক procces যেগুলি নিজেই হচ্ছে এবং আপনি করছেন না।

যদি, এগুলি আপনার কম্পিউটারেও হচ্ছে, তাহলে সম্ভাবনা এটাই যে, “আপনার কম্পিউটারেও Virus আছে” .

কম্পিউটারে ভাইরাস কিভাবে ঢুকে ?

আপনার কম্পিউটারে বা সিস্টেমে অনেক সহজে কিছু মূল কারণে ভাইরাস ঢুকে যেতে পারে। সেগুলি হলো –

  • ইন্টারনেটের মাধ্যমে – যদি আপনি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে অনলাইনে অনেক সংক্রমিত (Infected) ওয়েবসাইটের থেকে আপনার Computer এ ভাইরাস ঢুকতে পারে। 70% লোকেদের কম্পিউটারে অ্যাডওয়্যার (Adware) এবং Malware, Spyware ভাইরাস ইন্টারনেট থেকেই সিস্টেমে এসেপড়ে।
  •  (USB) ইউ এস বি ডিভাইস থেকে –  আমরা অনেক সময় অনেক রকমের USB Device যেমন, Pen Drive, অন্য Mobile থেকে, Hard Disk থেকে অনেক রকমের ফাইল নিজের কম্পিউটারে Copy করে রাখি। এবং, এই ফাইল গুলি Copy করার সময় আমাদের কম্পিউটারে অন্যদের কম্পিউটার থেকে Virus অনেক সহজে ঢুকে যায় এবং আমরা বুঝতেও পারিনা।
  • Email Attachment থেকে – আমাদের Mail ID তে প্রতিদিন অনেক রকমের E-Mail আসে। এবং, এই আশা E-Mail গুলিতে File এটাচমেন্ট (Attachment) এর মাধ্যমে Virus ঢুকতে পারে।

Computer Virus মূলত কত প্রকারের এবং কি কি ?

এমনিতে Virus -এর প্রকারভেদ অনেক। কিন্তু, কিছু বিশেষ ধরনকে Computer Virus রয়েছে যেগুলি 90% লোকেদের কম্পিউটারে গিয়ে ক্ষতি সাধন করে। সেগুলি হলো –

১. Worms – এই ভাইরাস গুলিকে Self-Replicating  বলা হয়। মানে, এগুলি আপনার সিস্টেমে খুঁছতে থাকে এবং আস্তে আস্তে ছড়িয়ে পরে। এগুলি নিজেদের Code এমন ভাবে বদলে নেয় যে, এগুলিকে খুঁজে বের করা অনেক কঠিন।

২. Trojans – এই ধরণের Virus বেশিভাগ Hacker রা ছড়ায় এবং ব্যবহার করে। এদের দ্বারা, Hacker রা আপনার কপম্পিউটারে ইন্টারনেট, নেটওয়ার্ক দ্বারা প্রবেশ করে তাতে থাকা Personal এবং গুপ্ত তথ্য চুরি করে নিতে পারে।

৩. Browser Hijackers – এই ধরণের কম্পিউটার Virus আপনার সিস্টেমে “Download” এর মাধ্যমে ঢুকে যেতে পারে। মানে, যখন আপনি কোনো ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করেন, তখন এই ভাইরাস গুলি সেই ফাইলের সাথে “Plugin” বা “Extension” হিসেবে আপনার কম্পিউটারে ঢুকে যায়। আর, তারপর সেই Virus গুলি আপনার Web Page বা ইন্টারনেট ব্রাউজারে অনেক রকমের ক্ষতিকারম বিজ্ঞাপন দেখায়, Popup বিজ্ঞাপন দেখায়, আপনার ইচ্ছার বিরুদ্ধে, অন্য ওয়েবসাইট খুলে যায়।

৪. Overwrite Viruses – এই ভাইরাস গুলি আপনার কম্পিউটারে ঢুকে, সিস্টেম ফাইল বা যেকোনো ফাইল Delete করে দিতে পারে। এবং, ফাইল Delete করে এগুলি নিজের মতো সেই File গুলি এডিট করে আপনার সিস্টেমে ক্ষতি সাধন করে।

৫. Malware – এই ধরণের সিস্টেম Virus বানানো হয় আপনার কম্পিউটারকে Damaged (ক্ষতিগ্রস্থ) করার জন্য বানানো এবং ছড়ানো হয়। এগুলি বেশিভাগ, অন্য কম্পিউটার থেকে ফাইল কপি করার সময় এবং Infected Usb Device ব্যবহার করার সময় আপনার সিস্টেমে ছড়ায়।

৬. Spyware – Spyware Virus গুলির ব্যবহার করে, আপনার কম্পিউটার এবং ব্রাউসার ব্যবহারের ওপরে নজর রাখা হয়। এগুলি বেশিরভাগ ইন্টারনেট থেকে আপনার সিস্টেমে ঢুকতে পারে।

তাহলে, ওপরে আমি কিছু সাধারণ এবং সবচেয়ে বেশি ছড়ানো কম্পিউটারের কিছু ভাইরাসের নাম বললাম। এগুলি সবচেয়ে বেশি, ইন্টারনেট এবং অন্যদের থেকে File Copy Pest করার সময় আপনার কম্পিউটারে আসতে পারে।

৭. Adware Virus – এইগুলি আপনার কম্পিউটারে ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করার সময় ঢুকে। এর বাইরেও, কিছু নিরাপত্তাহীন ওয়েবসাইটে গেলে নিজের থেকেই এমন কিছু ফাইল Popup এর মাধম্মে আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যায় যেগুলিতে এই Adware ভাইরাস গুলো থাকে। এই ভাইরাস আপনার কম্পিউটারে ঢুকে নিজে নিজে বিজ্ঞাপনের ওপর বিজ্ঞাপন দেখাতে থাকে যেগুলি আপনি কোনো মতেই বন্ধ করতে পারবেন না।

কম্পিউটারে ভাইরাস ঢুকলে কিভাবে বুঝবেন ? (ভাইরাসের লক্ষণ)

অনেক সময় এরকম হয়, সিস্টেমে Virus ঢুকে থাকে কিন্তু তার কোনো লক্ষণ দেখা দেয় না। লক্ষণ, আলাদা আলাদা ভাইরাসের আলাদা আলাদা হতে পারে। সেটা নির্ভর করে তার কাজের ওপরে এবং তাকে কীসের জন্য বানানো হয়েছে সেটার ওপরে।

উদাহরণ স্বরূপে, 

যদি, আপনার কম্পিউটারে নিজে নিজেই বিজ্ঞাপন দেখানো হচ্ছে, ব্রাউসারে Pop-Up Page খুলছে, Automatically অন্য অন্য ওয়েবপেজ বা ওয়েবসাইট খুলে যাচ্ছে, তাহলে সম্ভব এটাই যে আপনার কম্পিউটারে “Adware Virus” রয়েছে।

অনেক সময়, আপনার সিস্টেমের ভেতরে Virus চুপ করে বসে থাকে এবং আস্তে আস্তে সিস্টেম বা প্রোগ্রাম ফাইল গুলি এডিট করে তাতে নিজের কোড বসিয়ে দেয়। যেমন, Self -Replicating Virus।

এক্ষেত্রে, আপনি তাদের ধরতে পারবেননা কিন্তু কিছু সাধারণ অসুবিধা যেমন, কম্পিউটার নিজেই রিস্টার্ট হওয়া, অত্যাধিক হ্যাং হওয়া, এরর (error) মেসেজ আশা আদি আপনার সন্দেহের কারণ হতে পারে।

এর বাইরেও,

  1. Internet Slow চলা।
  2. কম্পিউটার অসাধারণ ভাবে কাজ করা।
  3. হঠাৎ এক জায়গায় Hang হয়ে যাওয়া। (Sudden Freeze and Crash).
  4. নিজে নিজে এপ্লিকেশন (Application) চালু বা বন্ধ হয়ে যাওয়া।
  5.  সিস্টেম Error দেখানো।
  6. হার্ডওয়্যার বা সফটওয়্যার (Hardware বা Software) Problem পাওয়া।

এই ধরণের অসুবিধা বা জিনিস আপনি যদি আপনার কম্পিউটারে পাচ্ছেন, তাহলে এগুলি কম্পিউটারে ভাইরাসের লক্ষণ হতে পারে।

আর, এগুলি সত্যি Virus এর লক্ষন কি না তা জানার জন্য, আপনি একটি কাজ করতে পারেন। আপনি, কম্পিউটারে Antivirus Software Installed করে, Scan করে দেখতে পারেন। যদি Virus থাকে তাহলে সে Scan-এর মাধ্যমে ধরা পরবে।

কি কি ক্ষতি ভাইরাসের দ্বারা হতে পারে ?

  •    60% লোকেদের কম্পিউটারে এই ক্ষতিকারক ভাইরাস থাকার সম্ভাবনা থাকে এবং তারা সেটা বুঝতেই পারেনা। কারণ, অনেক রকমের ভাইরাস আছে যেগুলি আপনার কম্পিউটারে বিশেষ রকমের ক্ষতি করতে পারে না।
  • সাধারণ ভাবে, জোর করে বিজ্ঞাপন দেখানো Adware ভাইরাস গুলির কাজ। এই ভাইরাস কম্পিউটারে ইন্টারনেট চালু করলে তার কাজ শুরু করে। তাই, ইন্টারনেট চালু না করলে আপনার এই ভাইরাস থাকার কোনো অনুভব হবেনা।
  • এর বাইরে, কিছু এমন Malware, Overwrite, Trojan বা  Worms ভাইরাস আছে যেগুলি আপনার সিস্টেমে ঢুকে বিভিন্ন Program Files Damage করতে পারে, কিছু Files Delete করতে পারে বা নতুন ক্ষতিকারক File বানাতে পারে।
  • সাধারণে কম্পিউটার Slow করা, ইন্টারনেটের ব্যবহার না করতে পারা, সিস্টেম হ্যাং করা, system crashing এবং freezing করা, সফটওয়্যার এবং Hardware পার্টস খারাপ করা, কম্পিউটার বার বার রিস্টার্ট করা  একটি কম্পিউটার Virus মূল ক্ষতিকারক কাজ।
  • এর বাইরে, Spyware ভাইরাস আপনার কম্পিউটারে ঢুকে, আপনার Personal File, Data, Password, Bank Account-এর  Details এবং মিডিয়া চুরি করে নিতে পারে। Spyware Virus সবথেকে বেশি ক্ষতিকারক, কারণ এরা আপনার কম্পিউটার ব্যবহারের ওপর পুরো নজর রাখে।  

কম্পিউটারকে ভাইরাস থেকে কিভাবে বাঁচিয়ে রাখবেন ?

Virus-কে কম্পিউটারে ঢুকতে বাঁধা দেওয়ার জন্য আপনার অনেক কিছু মেনে চলতে হবে। আপনি যদি, Internet ব্যবহার করেন না, তাহলে Virus ঢুকার তেমন সুযোগ হয় না। কিন্তু, যদি আপনি কম্পিউটারে Internet ব্যবহার করেন তাহলে আপনার সতর্ক থাকার অনেক প্রয়োজন।

  1. একটি Antivirus Software কম্পিউটারে অবশ্যই ব্যবহার করবেন। Avast, Kaspersky আপনি Free তেই পেয়ে যাবেন। Antivirus, আপনার কম্পিউটারে বাইরের থেকে ভাইরাস ঢুকতে দিবে না।
  2. যদি Internet ব্যবহার করেন, তাহলে Internet Security Antivirus ব্যবহার করবেন।
  3. নিজের এন্টিভাইরাস সফটওয়্যার গুলি Up To Date করে রাখবেন।
  4. যেকোনো Website থেকে Download করবেননা। কেবল বিশ্বাসী এবং ভরসা যোগ্য Website-এ যাবেন বা তাদের থেকে ফাইল Download করবেন।
  5. ফ্রি সফটওয়্যার ডাউনলোড করার আগে ভালো করে যাচাই করবেন।
  6. অন্যদের Pendrive, Hard Drive বা যেকোনো USB Device থেকে ফাইল কপি করার আগে যাচাই করে নিবেন। সেখানে Virus থাকতে পারে।

কম্পিউটার থেকে ভাইরাস কিভাবে দূর করবেন ?

যদি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে Virus আছে তাহলে সেটা আপনি সাধারণ Antivirus Software Download এবং Install করে কম্পিউটার থেকে বের করতে পারবেন।

কিন্তু, ফ্রি Antivirus দিয়ে আপনি ভাইরাস Delete বা Remove করতে পারবেন না। এর জন্য, আপনার একটি প্রিমিয়াম বা পেইড (Paid) Antivirus কিনতে হবে।

আপনি, Amazon বা Flipkart এর মতো অনলাইন শপিং সাইট গুলিতে গিয়ে কেবল, Rs.200 থেকে Rs.500 মধ্যে ভালো ভালো Antivirus এবং Anti Malware সফটওয়্যার কিনে নিতে পারবেন।

মনে রাখবেন, অনেক সময় Antivirus সফটওয়্যার আপনার কম্পিউটার থেকে অনেক রকমের Virusবের করতে অসমর্থ হয়। তখন, আপনার কাছে কেবল System restore বা Full System Format ছাড়া কোনো উপায় থাকেনা।

তাহলে, আপনিও যদি কম্পিউটারে Virus সমস্যা নিয়ে ভুগছেন তাহলে একবার Full Windows Format করিয়ে নিন।

শেষ কথা,

  • বন্ধুরা, কম্পিউটার Virus কি বা কাকে বলে হয়তো আপনারা বুঝে গেছেন। এবং, শেষে আমি আপনাদের এতটুকু বলবো যে, আপনার কম্পিউটারে যদি অনেক Personal Data বা File আছে, তাহলে অবশ্যই Virus থেকে বেঁচে থাকবেন।
  • নিজের System অবশ্যই একটি Antivirus Software ব্যবহার করবেন। অন্যদের থেকে File Copy করার আগে দেখে নিবেন সেই Device সুরক্ষিত কি না।
  • Internet-এর ব্যবহার যদি করেন তাহলে অবশ্যই মনে রাখবেন, যেকোনো  Site থেকে File Download করবেন না। কেবল, বিশ্বাসী সাইটে যাবেন এবং তাদের থেকে Download করবেন। Internet, Virus-এর মূল জায়গা এবং এইগুলির থেকে বেঁচে থাকা আপনার অনেক প্রয়োজন।
  •  Antivirus ব্যবহার করুন, এতে আপনি সুরক্ষিত থাকবেন এবং আপনার কম্পিউটার ও সুরক্ষিত থাকবে।

-ধন্যবাদ

Popular Post:

Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment