logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

How the internet works (কিভাবে ইন্টারনেট কাজ করে)


      বর্তমানে আধুনিক ডিজিটাল দুনিয়ায় Communication এর জন্য internet হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য একটি মাধ্যম৷ internet এর সাহায্যে পৃথিবীর সমস্ত Information আমরা বাড়িতে বসেই দেখতে পারি৷ এক কথায় Internet এর মাধ্যমে আজ গোটা বিশ্ব আমাদের হাতের মুঠোয় রয়েছে৷ আস্তে আস্তে পৃথিবী Digitalized হচ্ছে Internet এর জন্য৷ Education এও Internet এর ভূমিকা অনেক৷

         Internet হচ্ছে সমগ্র পৃথিবীর কাছে এক আশীর্বাদ। কারণ বর্তমানে সমস্ত ছোট থেকে বড় প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহার করা হয়৷ পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষের কাছেই রয়েছে কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল যার ফলে বহুগুণ বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেটের ব্যবহার৷ শুধু তাই নয় ইন্টারনেট কাজের গতিকে করেছে অনেক দ্রুততম যার ফলে মানুষের দৈনন্দিন জীবন হয়ে উঠেছে অনেক সুন্দর ও সচ্ছল৷

        আসলে সত্যি কথা বলতে, বর্তমানে ইন্টারনেট ছাড়া কোন কিছুই সম্ভব নয়৷ আপনি ছোট থেকে বয়স্ক প্রত্যেকটি ব্যক্তিকেই জিজ্ঞেস করবেন যে সারাদিন মোবাইলে কি করিস? একটাই উত্তর পাবেন যে ইন্টারনেট দেখি অর্থাৎ অনলাইনে ভিডিও অথবা কেউ একে অপরের সঙ্গে কথা বলছে আবার কেউ কোন Topic সম্পর্কে জানার জন্য Search করছে৷ আধুনিক টেলিযোগাযোগের একটি Network হচ্ছে এই Internet. যার সাহায্যে Telephone Line তার বেতার সংযোগ ব্যবহার করে Computer বা অন্যান্য Device গুলোকে World Wide Web এর সঙ্গে যুক্ত করা হয়৷ World Wide Web (www) এর কাজ হচ্ছে Internet এর Information Collect করা৷ আর এই তথ্য গ্রহণ করার পদ্ধতিতে Hypertext Link এর সাহায্যে Internet এ থাকা সমস্ত Document গুলি একে একের সাথে যুক্ত করে দেওয়া হয়৷

What is the Internet?
   এটি এমন এক ধরনের Computer Global Network যার মাধ্যমে বিশ্বের অধিকাংশ Computer গুলোকে একে অপরের সঙ্গে Connected থেকে যে Network তৈরি করে তাদেরকেই একইসঙ্গে Internet বলে। বিশ্বের অসংখ্য Computer কে একই সঙ্গে Connect করবার জন্য প্রয়োজন পড়ে একটি নাম্বারের যা Internet Protocol বা IP Address নামে পরিচিত৷ ইন্টারনেট কি আমরা সেটা তো জানি৷ কিন্তু এটা কাজ কিভাবে করে সেটা অনেকেরই অজানা৷ চলুন তাহলে আজকের আর্টিকেল থেকে জেনে নেই ইন্টারনেট কিভাবে কাজ করে?

 ইন্টারনেট কিভাবে কাজ করে?

   প্রথমেই বলে রাখি, Internet হল এমন একটি Computer Network যা কিনা পৃথিবীর বিভিন্ন Computer এর সঙ্গে Connect রয়েছে৷ যেমন ধরুন, আমাদের ঘরের ল্যান্ডফোন তারের মাধ্যমে একটি অন্যটির সাথে মিলিত আছে৷ তবে, সঠিক পদ্ধতিতে ইন্টারনেট কাজ করবার জন্য প্রয়োজন পড়ে একটি Global Network এর সঙ্গে তার বা বেতার যেকোনো একটি মাধ্যমের সংস্পর্শ৷ এরপর Global Network এর সঙ্গে যুক্ত থাকা নানান Computer আমাদের Computer Router এবং Server এর সাহায্যে মিলিত বিভিন্ন Data বা Information Collect করে নেয়৷ ঠিক এইভাবেই পুরো বিশ্বে ইন্টারনেট কাজ করে৷

এছাড়াও আরো তিনটি জিনিসের প্রয়োজন পড়ে ইন্টারনেটের কাজ করবার জন্য৷ যথা-

  • একটি Device যেখান থেকে Internet ব্যবহার করা যাবে৷
  • ISP অর্থাৎ Internet Service provider এর মাধ্যমে Internet সেবা গ্রহণ করা হয়৷
  • এটি Web Browser বা Application ব্যবহার করা৷

ইন্টারনেটে কাজ করবার জন্য এই তিনটি জিনিস সম্পর্কে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো-

i) একটি device এর প্রয়োজন :- Internet এ কাজ করবার জন্য সর্বপ্রথম প্রয়োজন পড়ে একটি Device এর৷ অর্থাৎ, Computer, Laptop, Smartphone, বা Tablet এর মধ্যে যেকোনো একটি Device এর৷ তারপর প্রয়োজন পড়ে সেই Device টির মধ্যে একটি internet connection এর৷ বর্তমানে এমন অনেক smart TV মার্কেটে এসেছে যেগুলোতে Internet Connection use করা হয়৷

ii) IPS (internet Service provider) থেকে internet সেবা নিতে হবে :-    একটি Device এর মাধ্যমে Internet Connection নেওয়ার পরবর্তীতে Device বা Computer কে Internet এর সাথে সংযুক্ত করে Global Network এর সেই বিশাল জালের সঙ্গে Connect করতে পারি৷ আমাদের সংস্পর্শে থাকা IPS গুলি থেকে Internet Service খুব সহজেই আমরা নিতে পারি৷ এবং Airtel, Vodafone, Idea বা BSNL এই ধরনের Company গুলি Telecommunication Service দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের Internet Service ও দিয়ে থাকে৷ এক কথায়, আমরা Internet Service Provider গুলি থেকে Internet সেবা কিনে বা নিয়ে Wire বা Wireless যেকোনো মাধ্যমে নিজস্ব Computer Internet সেবা Connect করে নিতে পারি৷ সর্বোপরি Internet Connect হওয়ার পরবর্তী অবস্থাটাকে আমরা বলে থাকি "Online"

iii) device এ একটি web browser প্রয়োজন :-    একটি Device Internet ব্যবহার করবার জন্য প্রয়োজন পড়ে একটি Web Browser বা অন্য কিছু Application এর৷ Web Browser হচ্ছে এমন ধরনের Software বা Application যা আপনাকে আপনার Computer থেকে Internet এর সেই Network এর জালের সাথে Connected হতে দেয়, যেটা কিনা আমরা সবাই Global Network নামে জানি৷
তারপর Domain, IP Website এর মাধ্যমে Global Network এর সঙ্গে Connected অন্য অন্য Computer থেকে Information বা document দেখতে অথবা কালেক্ট করতে পারি৷ বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করে অনেক কিছু করে থাকি যথা, Video Calling, Online Chatting, Photo, Video Share, Video দেখা ইত্যাদি আরও অনেক কিছু করি আর এসব সেবা ব্যবহারের জন্য আমাদের আলাদা আলাদা কিছু application বা software এর দরকার পড়ে৷ তাই মনে রাখবেন, কেবলমাত্র web browser দিয়ে সবটা সম্ভব নয়৷

 এবার চলে আসবো দৈনন্দিন জীবনে কোন কোন কাজের ক্ষেত্রে আমরা ইন্টারনেটকে ব্যবহার করতে পারি সেই বিষয়বস্তুতে !

ইন্টারনেটের ব্যবহার :- ছোট থেকে বড় অসংখ্য কাজে আমাদের ইন্টারনেটের শরণাপন্ন হতে হয়৷ চলুন এবার জেনে নেই আমরা কোন কোন ক্ষেত্রে Internet ব্যবহার করতে পারবো৷ এবং Internet ব্যবহারের সুবিধা ও উপকারিতা কী কী! যথা-

  • Connectivity, Communication and Sharing :- এই Internet বদল এনেছে এই পৃথিবীর৷ আজকের পৃথিবী আর আগের পৃথিবীর মতন নেই৷ আগেকার সময়ে কারো সঙ্গে যোগাযোগ করবার জন্য কেবলমাত্র চিঠির উপরে নির্ভরশীল হতে হতো তাতে  সময়ও বেশ অনেক লেগে যেত। বর্তমানে আধুনিক Digital দুনিয়ায় Internet নিয়ে এসেছে অসংখ্য মাধ্যম যেগুলো সাহায্যে ঘরে বসে অল্প সময়ে যোগাযোগ করা যায়৷ অর্থাৎ, internet এর মাধ্যমে email service ব্যবহার করে কিছু সেকেন্ডের মধ্যেই  বিশ্বের যেকোন জায়গাই যেকোনো ব্যক্তিকে Mail পাঠাতে পারি৷ Email এর সাহায্যে Letter, images, documents ইত্যাদি কিছু সেকেন্ডেই অপর ব্যক্তিকে পাঠানো সম্ভব৷ email ছাড়াও আরো অনেক বেশ কিছু মাধ্যম রয়েছে  যার  সাহায্যে Video Calling, Voice Calling, Live Chatting ইত্যাদির দ্বারা নিজের বন্ধু-বান্ধব, পরিবার, প্রিয়জনের সাথে ব্যক্তিগত জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করা যায়৷ যখন Internet এর মাধ্যমে Connectivity Sharing এ প্রশ্ন আসে তখন কিছু Social Networking Platform যেমন, Facebook, Twitter, Instagram ও WhatsApp ইত্যাদির কথা সবার আগেই মাথায় আসে কেননা, এই মাধ্যমগুলির সাহায্যেই আমরা একজন আরেকজনের সাথে কানেক্ট হতে পারি৷ Internet এর দ্বারা এই সমস্ত Social Media Website গুলি ব্যবহার করে পৃথিবীতে যেকোন জায়গার থেকে নতুন নতুন মানুষের সঙ্গে কথাবার্তা বলে কমিউনিকেশন গড়ে তুলতে পারা যায় বলে  ইন্টারনেট হচ্ছে যোগাযোগের দিক থেকে সর্বশ্রেষ্ঠ দ্রুত এবং সবচেয়ে সেরা একটি মাধ্যম হিসেবে খ্যাতি লাভ করেছে৷
  • Online Shopping, Buying and Selling :- ইন্টারনেট আজকাল সবার ঘরে ঘরে আর এই Internet কে কাজে লাগিয়ে আপনি ঘরে বসেই e-commerce website গুলির মাধ্যমে খাবার জিনিস থেকে আরম্ভ করে Electronics, Stationery, Dress, Accessories, Mobile সহ প্রত্যেকটি জিনিস ক্রয় করতে পারবেন৷ বর্তমানে Online Shopping খুবই প্রচলিত কেউ আর বাজারে গিয়ে অযথা সময় নষ্ট করতে চায় না তাছাড়াও ইন্টারনেটের মাধ্যমে Online Shopping এর বেশ কিছু সুবিধা লক্ষ্য করা যায়৷ যেমন-
  1. লোকাল মার্কেটের তুলনায় কম মূল্য৷
  2. যেকোনো Product এর ওপর অসংখ্য Variety পাওয়া যায়৷
  3. Local Area ই না পাওয়া প্রোডাক্টগুলিও খুব সহজেই অনলাইনে ঘরে বসেই Order করে অন্য শহর থেকে পেয়ে যেতে পারেন৷
  4. যেকোনো জায়গা থেকে আপনি অন্য দেশের পণ্য ক্রয় করতে পারবেন৷
  5. চাহিদা স্বরূপ যেকোনো Product পাওয়ার সুবিধা, ইত্যাদি৷

আপনি শুধু Online থেকে ক্রয় করতে পারবেন এমনটা নয়, আপনি চাইলে আপনার নিজস্ব Product বা Service একটি Online e- Commerce Website তৈরি করে বা বিভিন্ন Digital Marketing Technique প্রয়োগ করে খুব সহজেই আপনার নিজস্ব যেকোনো Product বিক্রি করতে পারবেন৷ অধিকাংশ ব্যক্তি নিজস্ব ব্যবসার উন্নতি বা প্রসারের জন্য Internet কে বেঁছে নিয়েছেন এমনকি সফল ও হয়েছেন৷ তাই, বর্তমানে Internet এর দ্বারা Hopping, Buying and Selling সব ক্ষেত্রেই বিশেষ উপকার ও সুবিধা পাওয়া যায়৷ বর্তমানে এর চাহিদা প্রচুর এবং জনপ্রিয়তাও আকাশচুম্বী।

  • শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার :-
    শিক্ষা ক্ষেত্রে Internet ব্যবহার তো অনেক আগে থেকেই চালু হয়েছে কিন্তু বর্তমান আধুনিক ডিজিটাল দুনিয়ায় শিক্ষাগত দিকও হয়ে উঠেছে অনেক আধুনিক ও ডিজিটাল৷ কেননা, Internet হলো এমন একটি Modern Technology যেখানে যেকোনো তথ্য বা Information আমরা পেয়ে যাই নিমিষের মধ্যেই৷ School, College এর পড়াশোনার যাবতীয় বিষয় থেকে শুরু করে Professional Skills এর যেকোনো বিষয় সম্পর্কিত Information এবং জ্ঞান পাওয়ার উদ্দেশ্যে Internet এর ব্যবহার প্রচুর পরিমাণে করা হয়৷

তাছাড়াও Internet কে কেন্দ্র করে প্রচলিত হয়েছে নানান Online Education বা Distance Learning Programs. এছাড়াও Google Search ও YouTube Video Search ইত্যাদিও রয়েছে এর পাশাপাশি৷ যেকোনো প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান সবকিছুই YouTube এবং Google Content ও Video  মাধ্যমে খুব সহজেই পাওয়া যায়৷ তাছাড়াও রয়েছে Internet Wikipedia র মতন অসংখ্য ভালো ভালো Website.  যার  সাহায্যে যেকোনো Topic সম্পর্কে বা ব্যক্তির বিষয়ে ইত্যাদি বিশ্বের সমস্ত কিছুর Information পাওয়া যায়৷

এক কথায়, বর্তমানে কোন শিক্ষা বা জ্ঞান গ্রহণের জন্য Internet ব্যবহার করা মানুষের সংখ্যা অনেক৷ তাই স্পষ্ট ভাষায় আমরা বলতেই পারি শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের অবদান অনেক৷

  • Online Income :- বর্তমানে Online অর্থাৎ Internet কে কাজে লাগিয়ে প্রচুর মানুষ লক্ষ লক্ষ টাকা বাড়িতে বসেই ইনকাম করতে পারে৷ online এর বিভিন্ন মাধ্যম যেমন- YouTube Channel, Blogging, Freelancing, Google AdSense, নিজের Online Shopping Website ও Affiliate Marketing ইত্যাদি সাহায্যে ঘরে বসেই যেকোনো ভালো চাকরির যত স্যালারি পাবেন তা থেকেও ৫ গুণ বেশি পরিমাণে এখানে আপনি ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ সঠিক নিয়ম এবং পদ্ধতিগুলি ভালোভাবে ব্যবহার করা জানতে হবে৷
  • Google maps প্রযুক্তির ব্যবহার ও লাভ :- Google Maps Application ব্যবহার করে আপনি যেকোনো Road Map বা Finding Address অথবা Map View, Road Traffic Status এবং যেকোনো ঠিকানায় যাওয়ার নির্দিষ্ট রাস্তা সবটাই বলে দিতে পারে৷ যেহেতু এটি একটি Web Based Application তাই এই App টি ব্যবহারের জন্য প্রয়োজন পড়ে Internet Connection এর৷
  • Entertainment বা বিনোদনের জন্য :- বর্তমানে ৫০% ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করেন মনোরঞ্জন অথবা Entertainment এর উদ্দেশ্যে৷ এই আধুনিক টেকনোলজি ইন্টারনেট ছাড়া আজকাল আমাদের অন্য কোন কিছুই তেমন একটা ভালো লাগে না৷ সিনেমা দেখা, গান শোনা, সিরিয়াল দেখা, ইত্যাদি মন পছন্দের সবটাই এখন একটি সার্চের মাধ্যমে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে হাতের আঙ্গুলে রয়েছে৷ আজকাল মানুষেরা TV বা DVD তে রুচি রাখে না তাদের মতে ইন্টারনেটের সুবিধা থাকতে অন্য কোনো বিনোদনের প্রয়োজন পড়ে না৷ ছোট থেকে বড় প্রত্যেকেই Internet অধিকাংশ সময় Entertainment জন্য ব্যবহার করে থাকে৷
  • Online Bill Pay, Recharge, Ticket Booking:-
       Internet এর মাধ্যমে অনলাইনে আপনারা ইলেকট্রিক বিল, গ্যাস বুকিং, রিচার্জ, ট্রেনের টিকিট, বিমানের টিকেট ইত্যাদি কাজ খুব সহজেই বাড়িতে বসেই করতে পারবেন৷
  • নিজেকে সহজে জনপ্রিয় ও বিখ্যাত করা যায় :- 
          আপনার মধ্যে যদি কোন গুণ অর্থাৎ talent বা skills থেকে থাকে সেটা আপনি Internet এর সাহায্যে অসংখ্য ব্যক্তিদের কাছে প্রচার করতে পারেন৷ কেননা,  কোটি কোটি অসংখ্য মানুষ Internet এর সংস্পর্শে রয়েছে৷ হাজার হাজার মানুষ নিজেকে জনপ্রিয় অথবা Famous করে তুলেছে YouTube, Facebook, Instagram, ইত্যাদি Platform এর মাধ্যমে৷ বিভিন্ন Short Videos বা Video Web Series বানিয়ে YouTube বা Social Media র যেকোনো মাধ্যমে Post করে নিজেকে Famous করবার পাশাপাশি প্রচুর টাকাও ইনকাম করা যায়৷ তাছাড়াও নিজস্ব Business, Product, Service এর Promote এবং Marketing ও করতে পারবেন অনলাইনে খুব সহজেই৷
  • Online Job Search :-
          বর্তমানে ঘুরে ঘুরে Job খোঁজার প্রচেষ্টা নেই বললেই চলে৷ কেননা, Internet এর মাধ্যমে খুব সহজে ঘরে বসে বিভিন্ন Job সম্পর্কিত Information পাওয়া যায়৷ Internet এ এমন অনেক Website Blogs রয়েছে যেখান থেকে আমরা নতুন নতুন অসংখ্য Jobs এর সন্ধান পেয়ে যাই৷

শেষ বক্তব্য, 
               Internet মানব জীবনের এক আশীর্বাদ। এই Internet Technology র ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের কাজ অনেক সহজে করে ফেলা যায়৷ এবং প্রচুর অর্থ ও রোজগার করা যায়৷ এক জায়গা থেকে অপর যে কোন দূর দূরান্ত মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়৷ কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে এই ইন্টারনেট৷ তাই এর প্রয়োজন ও অবদান দৈনন্দিন জীবনে প্রচুর৷

Popular Post:

Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment