logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

Cloud Flare ও Cloud Flare-এর কাজ কি?


Cloud Flare:

  • Cloud Flare মূলত একটি Content Delivery Network Service Provider. অর্থাৎ Websites এবং Application-এর Content ঠিকভাবে Delivery দেওয়ার জন্য এই Service কাজ করে। অনেক গুলো CDN বর্তমানে প্রচলিত থাকলেও Cloud Flare সব থেকে উপরের দিকে আছে। 
  • কোন CDN-কে বিচার করা হয় তার বিশ্বব্যাপী Service -এর জন্য। সে দিক থেকে Cloudflare অনেক এগিয়ে কারণ তাদের Service পুরো বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। নিরবিচ্ছিন্ন Service দেওয়ার জন্য তারা বিশ্বের প্রায় প্রতিটি বড় বড় শহরে তাদের Cash Server Setup করেছে। 
  • Cloudflare কি সে সম্পর্কে Crystal Clear ধারনা পেতে হলে আপনাকে Domain Hosting এবং Cloud Flare-এর কাজ সম্পর্কে ধারনা রাখতে হবে। Cloud Flare-এর কাজ সম্পর্কে একটু পরেই আলোচনা করা হবে তবে এখানে আপনাদের সুবিধার্থে Cloud Flare সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 
  • Cloud Flare একটি American Web Security সম্পর্কিত Public Company. 2009সালের জুলাই মাসে 3জন Web Security Expert-এর দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। তারা তিনজন মূলত হানিপট নামক একটি Open Source Internet Security Project-এ কাজ করতেন। তারপর তারা তিনজন মিলে Cloudflare প্রতিষ্ঠিত করেন। Cloudflare -এর তিনজন প্রতিষ্ঠাতারা হলেন Matthew Prince, Lee Holloway and Michelle Zatlin
  • তারা একটি Security Fast System তৈরি করেছে যা Browsers and Hosting এই দুইটির মাঝখানে Proxy হিসেবে কাজ করে। অর্থাৎ আপনার Website-এর Data যে Server-এই থাকুক তা আপনার Visitorকে দেখানোর কাজ করে Cloudflare. যার ফলে আপনার Website-এ কেউ Attack করলে তা আপনার Hosting -এ না গিয়ে Cloudflare  Server-এ আঘাত করে। এতে আপনার মুল Website সুরক্ষিত থাকে। 
  • আসলে Cloudflare Cash Server Use করে Service প্রদান করে। Cash Server গুলো মূলত একটি Website-এর Mirror তৈরি করে তা Visitorকে Show করে। সহজ ভাষায় আপনি যখন আপনার Website Cloudflare-এ Add করেন তখন তা আপনার Website-এর Live Version Download করে তাদের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা Serverগুলোয় Store করে রাখে। 
  • Visitor যখন আপনার Website-এ ঢোকার চেষ্টা করে Cloudflare তখন উক্ত ভিজিটরের লোকেশন অনুযায়ী সবথেকে কাছের Server থেকে Website Show করায়। এতে Latency কমে Website অতি দ্রুত Load হয়। আশা করা যায় Cloudflare কি তা বুঝতে পেরেছেন তাহলে চলুন Cloudflare -এর কাজ কি সে সম্পর্কে জেনে নেই। 

Cloud Flare-এর কাজ:

  • Cloudflare বহুমুখী কাজ করে। এটি একাধারে Website-এর Security নিশ্চিত করে, সাথে Website-এর Speed সবসময় Fast রাখে। Website-এ Virus Attack বা Hacking Attack যেমন DID'S ATTACK রুখে দেয়। Unauthorized Access এবং Login হলে Cloudflare তা রুখে দেয়। 

নিচে পয়েন্ট আকারে Cloudflare-এর কাজ গুলো সম্পর্কে আলোচনা করা হলো। 

Security(নিরাপত্তা)

  • একটি  Website পরিচালনা করতে গেলে অনেকগুলো Security Issue নিয়ে সচেতন হতে হয়। না হলে Website Hack হওয়া সহ অনেক ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু Manually Website-এর Security Maintain করা অনেক কষ্টের এবং সময় সাপেক্ষ বেপার। আপনার যদি একের অধিক Website থাকে তাহলে আপনার ঝামেলা আরও বেড়ে যাবে। যাইহোক আপনার যাতে Manually এসকল কাজ করতে না হয় সে জন্য Cloudflare তাদের Service-এর মধ্যে Security যোগ করে দিয়েছে। 
  • Cloud Flare Protection দেওয়ার জন্য তাদের শক্তিশালী নিজস্ব Firewall use করে। এছাড়া DID'S ATTACK থেকে Websiteকে রক্ষা করে। Website-এ প্রয়োজনীয় ,অপ্রয়োজনীয় Bot আসে। এদের মধ্যে কিছু আছে যারা প্রয়োজনে আসে যেমন Search Engine থেকে আসা Bot Content Index করার জন্য আসে। কিন্তু প্রয়োজনীয় Bot-এর সাথে অনেক অপ্রয়োজনীয় Bot Website- আসে যারা Server Busy রাখার চেষ্টা করে। Cloud Flare Bot Protection-এর মাধ্যমে অপ্রয়োজনীয় Bot থেকে Websiteকে রক্ষা করে। 
  • VPN সুবিধা থেকে শুরু করে আরও অন্যান্য অনেক Security Related বিষয়ে Cloud Flare আমাদের সহযোগিতা করে। মূলত তাদের প্রায় অনেক প্রয়োজনীয় Service Freeতে Use করা যায়। এটি তাদের একটি Best Part

Performance(কর্মক্ষমতা)

  • আমরা জানি Server Visitor থেকে যত দূরে থাকবে Latency তত বেশি হবে। অর্থাৎ আপনি ভারত থেকে যদি আমেরিকার সার্ভারে থাকা একটি Website Visit করেন তাহলে আপনাকে অনেক বড় একটি Routing Route পারি দিতে হবে। আপনার Browser থেকে Send করা Request কয়েকটি আলাদা আলাদা দেশের Server Point পারি দিয়ে আমেরিকায় পৌঁছাবে। সেখান থেকে আবার একই দূরত্ব পারি দিয়ে আসতে এমনিতেই অনেক সময় চলে যাবে। যার ফলে আপনি আমেরিকা থেকে যত দূরে থাকবেন আপনি তত Slow Speed পাবেন। এটি যেমন User-এর জন্য বিরক্তিকর তেমনি Search Engine-এর জন্য। অতএব এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে। 
  • এই ক্ষেত্রে Cloudflare আপনাকে সাহায্য করবে। কারণ বিশ্বের বড় বড় শহর গুলোতে তাদের Cash Server বসানো আছে। আপনাকে অল্প সময়ের মধ্যে Website Delivery দিতে এসকল Cash Server-এর কোন জুড়ি নেই।
  • যেহেতু বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ সেহেতু Websiteটি অতি দ্রুত Load হবে। এ তো গেল শুধু Routing Latency-র বিষয় এছাড়া Website Content যেমন Text, Image and Video অনেক দ্রুত Cash হয়। তাছাড়া Website Mobile-এর জন্য আলাদাভাবে Optimize করার সুবিধাও পাওয়া যায়। মোট কথা Website Performance বৃদ্ধি করার জন্য Cloudflare এর কোন বিকল্প নেই। 

Reliability(নির্ভরযোগ্যতা)

  • Cloudflare-এর DNS Service অনেক দ্রুত কাজ করে। DNS Resolving-এ কোন সমস্যা হয়না এবং তাদের DNS RELATED SECURITIES অনেক ভালো। চায়না তে তাঁদের আলাদা Dedicated Service আছে যা দিন দিন Grow করছে। তাছাড়া তারা তাদের Backbone তৈরি করে ফেলেছে যা নিঃসন্দেহে Trust করা যায়। 

-ধন্যবাদ


Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment