logo CBCE Skill INDIA

Welcome to CBCE Skill INDIA. An ISO 9001:2015 Certified Autonomous Body | Best Quality Computer and Skills Training Provider Organization. Established Under Indian Trust Act 1882, Govt. of India. Identity No. - IV-190200628, and registered under NITI Aayog Govt. of India. Identity No. - WB/2023/0344555. Also registered under Ministry of Micro, Small & Medium Enterprises - MSME (Govt. of India). Registration Number - UDYAM-WB-06-0031863

How to Earn Money from Instagram (ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করব কিভাবে)


অন্যান্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মতই ইনস্টাগ্রামে দ্রুত সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে৷ ইনস্টাগ্রাম হচ্ছে একটি social networking website যা মানুষকে একে-অপরের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে৷
আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানবো ঘরে বসেই ইন্সটাগ্রাম এর মাধ্যমে কিভাবে আয় করা যায় সেই সম্পর্কে৷ প্রথমেই বলে রাখি, যে কোন সেক্টর থেকে টাকা আয় করবার জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে সেগুলো ফলো করলে আপনিও পারবেন ঘরে বসেই লাখ লাখ টাকা মাসে আয় করতে৷

যে কোন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে টাকা আয় করা খুব সহজ বললে আপনাকে হয়তো মিথ্যে বলা হবে৷ তবে এটাও সত্যি তেমন কোনো কঠিন কাজও নয় এখান থেকে টাক আয় করা৷
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টাকা আয় করা প্রথম অবস্থায় অনেক কষ্টের বিষয়৷ এখান থেকে টাকা রোজগারের জন্য প্রথমেই আপনাকে ব্যয় করতে হবে আপনার প্রচুর সময় এবং পরিশ্রম৷ অর্থাৎ, আপনার Instagram account টিকে famous করতে হবে নিজস্ব একটি audience তৈরি করে৷

আপনার Instagram account যত বেশি  famous হবে ততবেশি টাকা ইনকামের সুযোগ বাড়বে৷ তাই ধৈর্য ধরে কয়েক মাস আপনি একটু কষ্ট করলে পরবর্তীতে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না৷

Instagram account থেকে কিভাবে ইনকাম করা যায় সে পদ্ধতি গুলো জানবার আগে চলুন একটু জেনে নেই আপনার Instagram account টি famous করবেন কিভাবে সেই বিষয়ে !

Instagram Account Famous করার নিয়ম:-

   Instagram account famous করতে বা followers বৃদ্ধি করতে প্রথমে আপনাকে একজন Instagram influencer হিসেবে দাঁড়াতে হবে৷ Instagram influencer এর কাজ হচ্ছে নির্দিষ্ট যেকোনো একটি টপিক এ কন্টেন্ট তৈরি করে তার মাধ্যমে নিজের followers বাড়ানো৷ তার জন্য আপনাকে -
প্রথমত- একটি Instagram business account তৈরি করতে হবে৷
দ্বিতীয়ত - create a  attractive profile bio অর্থাৎ নিজের প্রোফাইলে এমনভাবে bio লিখতে হবে যাতে লোকেরা আপনার লেখা bio পড়ে ভালো চিন্তা ভাবনা ও কাজের প্রোফাইল বলে অনুভব করে৷
তৃতীয়ত - post content regularly অর্থাৎ আপনি নিজের ইনস্টাগ্রামের রোজ নিত্যনতুন ফটো, ভিডিও ইত্যাদি পাবলিশ করবেন৷ এতে আপনি আপনার অডিয়েন্সেকে ধরে রাখতে পারবেন৷
চতুর্থত - HD Quality ফটো আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করবেন এতে অডিয়েন্সরা অনেক বেশি আকর্ষিত হবে৷
পঞ্চতম - always use hashtags (#) অর্থাৎ যেকোন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেমন- facebook, Twitter, Instagram সবগুলোতে hashtags ব্যবহার করতে পারবেন এতে আপনার post এ reuch বৃদ্ধি করতে অনেক সাহায্য করে৷
ষষ্ঠতম - Build engagement with followers অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম followers দের regular ভালো ভালো images ২ - ৩ দিন পর পর live session ইত্যাদি করে engagement বজায় রাখতে পারেন৷  
সপ্তমতম - আপনার পাবলিশ করা কন্টেন্ট গুলোতে কমেন্ট করা অডিয়েন্সদের রিপ্লাই করে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন৷ এর ফলে অডিয়েন্স আরো অনেক খুশি হবে এবং ইনস্টাগ্রামে আপনার অনেক ইউজার বৃদ্ধি ঘটবে৷
             ইত্যাদি আরো অনেক উপায়ে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে followers বাড়াতে পারেন৷ এসব নিয়ম মেনে চললে আপনার ৩ থেকে ৫ মাসের মধ্যে ১০ থেকে ২০ হাজার ফলোয়ার্স হয়ে যাবে৷ এবং ১০ থেকে ২০ হাজার ফলোয়ার হয়ে গেলে আপনিও পারবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করতে৷

এবার ফিরে আসি আমাদের মূল টপিক ইনস্টাগ্রাম এর মাধ্যমে কিভাবে টাকা আয় করা যায় তার ওপরে !

আমি আগেই বলেছি ইনস্টাগ্রামে টাকা আয়ের মূলমন্ত্র হচ্ছে প্রচুর প্রচুর followers.
অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির থেকে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে অনেক কিছু নিয়ে স্ট্যাডি করতে হয় কিন্তু ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করার জন্য কোন রকম স্ট্যাডির প্রয়োজনীয়তা পরেনা৷ শুধুমাত্র কয়েকটি কৌশল এর মাধ্যমেই পারবেন এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে৷
 আরেকটা কথা ইনস্টাগ্রামে মাধ্যমে মার্কেটিং করতে চাইলে আপনার কয়েকটি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন পড়বে৷ যেমন- 
i) Quality full device - অস্ত্র ছাড়া যেমন যুদ্ধ করা অসম্ভব ঠিক তেমনি কোয়ালিটি সম্পন্ন ডিভাইস ছাড়া অনলাইনে মার্কেটিং করা অসম্ভব৷ এখানে ডিভাইস বলতে বোঝানো হয়েছে মোবাইল বা স্মার্ট ফোন , কম্পিউটার বা ল্যাপটপ কে৷
ii) Fasted internet connection :- অনলাইনে কাজ করবেন আর ইন্টারনেট ব্যবহার করবেন না তেমনটা কি আর হয়৷ তাই অনলাইনে মার্কেটিং করে টাকা আয় করতে চাইলে তার জন্য দরকার fasted internet connection.  

Instagram account থেকে টাকা আয় করার পদ্ধতি :-
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নানান উপায়ে আপনি ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন৷ চলুন দেরি না করে জেনে নেই সেইসব প্রক্রিয়া গুলি সম্পর্কে -
১) অন্যের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রোমোট করে আয় :- 
নতুন নতুন এমন অনেক ইউজার রয়েছে যারা কিনা ইনস্টাগ্রামে যারা পপুলার বা ফেমাস তাদের মালিকদের কিছু টাকার বিনিময়ে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রোমোট করায়৷ তাই, আপনার থাকে যদি Instagram profile এ অনেক অনেক followers তাহলে আপনিও অন্যের অ্যাকাউন্ট প্রমোট করে টাকা ইনকাম করতে পারেন৷ 
তবে হ্যাঁ, ইনস্টাগ্রামে টাকা আয় করাটা তেমন সুবিধাজনক নয়৷ তবুও ১০-১৫ ডলার টাকার পরিবর্তে আপনি অ্যাকাউন্ট প্রোমোট করতে পারবেন৷ 
সহজ অর্থে, আপনার Instagram account famous থাকলে নিজের থেকেই এমন অনেক ইউজার আপনার কাছে আসবে তাদের অ্যাকাউন্ট এর প্রমোশনের জন্য৷

২) sponsor post তৈরি করে আয় :- 
 Sponsor post বলতে বোঝায় যে কোন brand, product বা digital service এর সম্পর্কে নিজস্ব ব্লগে প্রমোট করাকে ৷ তার জন্য সেই কোম্পানি আপনাকে কিছু পরিমাণ টাকা দিবে৷  আপনার Instagram account এ অনেক followers থাকলে এমন অনেক কোম্পানি বা individuals দের থেকে sponsor post এর offer পাবেন আর এজন্য তারা আপনাকে প্রায় ১০-২০ ডলার টাকা অব্দি দিতে রাজি থাকবে৷ এই ভাবেই sponsor post এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই।
       Instagram influencer রা এই রকমের paid sponsorship খুঁজতে অনেক portal Google search এ সার্চ করেন৷ যেমন- ifluenz.com এর মাধ্যমে বিভিন্ন sponsors দের সাথে সংযুক্ত হতে পারবেন অ্যাকাউন্ট বানিয়ে৷
   
৩) নিজের আপলোড করা ছবি বিক্রি করে আয়:- 
আপনারা হয়তো অনেকেই জানেন না ইনস্টাগ্রামে ছবি বিক্রি করেও ইনকাম করা যায়৷ এটি অনেক কার্যকরী একটি মাধ্যম টাকা আয় করার৷ অনেকেরই ফটোগ্রাফি করার অনেক শখ থাকে তার জন্য তারা দেশ-বিদেশে নানা জায়গায় ঘুরে ফটোগ্রাফি করে থাকেন৷ আপনিও চাইলে আপনার Instagram account এ আপনি professional ও high quality image upload করে সেগুলোর সাহায্যে অনলাইনে ইনকাম করতে পারবেন৷
বিভিন্ন ইন্টারনেটে থাকা stock image website
যেমন- Shutterstock, fotolia, istack photo , pond5 ইত্যাদি নানান ওয়েবসাইটে নিজস্ব অ্যাকাউন্ট বানিয়ে সেখানে images আপলোড করে ইনকাম করতে পারবেন৷
Stock image website আপনার আপলোড করা ফটো যখন কেউ কিনবে তখন প্রতিটি image download এর জন্য আপনাকে $1-$3 এর ভেতরের টাকা দেওয়া হয়৷ টাকার পরিমাণ একটু কম বেশী হতেও পারে সেটা নির্ভর করে সম্পূর্ণ image website এর উপর৷
যাইহোক, আপনারা এভাবে নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্ট এর জন্য নেওয়া images গুলি বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন অনলাইনে৷ তার জন্য আপনাকে শুধু আপনার ওয়াটারমার্ক সমেত আপনার পরিচিতি নাম্বার লিখে ইন্সটাগ্রামে বিজ্ঞাপন হিসেবে সেই image টি আপলোড করতে হবে যাতে লোকেরা ভাবে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার যার প্রচুর ফটোগুলির সংকলন রয়েছে৷

৪) অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনস্টাগ্রামে টাকা আয় :-
অ্যাফিলিয়েট মার্কেটিং এর দ্বারা খুব সহজেই আপনি ইনস্টাগ্রামে টাকা ইনকাম করতে পারবেন এটি অনেক কার্যকরী একটি মাধ্যম৷ তবে এই মাধ্যমটিকে কাজে লাগিয়ে ইনকাম করতে প্রচুর পরিমাণে followers আপনার Instagram account এ থাকতে হবে৷
বর্তমানে বড় থেকে ছোট সমস্ত কোম্পানি তাদের প্রোডাক্ট এবং সার্ভিস এর প্রমোটের জন্য বিভিন্ন bloggers, YouTubers, social media influencer দের সুযোগ দিয়ে থাকে এই অ্যাফিলিয়েট মার্কেটিং করার৷
আপনি জানলে একটু অবাকই হবেন যে, বর্তমানে অনেক মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিং করে নিজের ক্যারিয়ার গড়তে সক্ষম হয়েছে৷ তাই, ইনস্টাগ্রামে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এবং সেখানে আপনার হাজার হাজার followers থেকে থাকে তাহলে আপনিও অ্যাফিলিয়েট মার্কেটিং এর দ্বারা বিভিন্ন কোম্পানির যেমন - Flipkart, Amazon ইত্যাদি কোম্পানির product বা service এর প্রমোট কিছু link এর মাধ্যমে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল এর মাধ্যমে প্রচার করতে পারেন এবং আপনার শেয়ার করা লিংকে ক্লিক করে যদি কেউ আপনার দেওয়া প্রোডাক্টটি কেনে সেক্ষেত্রে কোম্পানি আপনাকে সেই প্রোডাক্ট এর কিছু টাকা কমিশন হিসেবে দেবেন৷ এই ধরনের লিঙ্ক গুলোকে বলা হয় affiliate link.
এই ভাবেই আপনি ঘরে বসেই ইনস্ট্রাগ্রামে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন৷

৫) প্রোডাক্ট বিক্রি করে ইনস্টাগ্রাম থেকে আয় :- 
আপনি যদি আপনার ব্যবসা অনলাইনে প্রমোট করতে চান বা আপনার যদি কোন দোকান থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার দোকানের জিনিস সেল করবার জন্য ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটিকে বেঁছে নিতে পারেন৷
ইনস্টাগ্রামে প্রোডাক্ট সেলিং এর পদ্ধতিটি creative জিনিসের প্রতি বেশি কাজ করে থাকে৷ যেমন- আকর্ষণীয় ফুলদানি, ছোটদের নতুন নতুন খেলনা, আর্টওয়ার্ক ইত্যাদি৷
আপনার দোকান সম্পর্কে ইনস্টাগ্রামে মার্কেটিং করবার জন্য আপনার দোকানের প্রোডাক্টটির ছবি, দামসহ প্রোডাক্টটির ভাল-মন্দ গুণাবলী উল্লেখ করে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করতে পারেন৷ এবং অডিয়েন্সরা আপনার প্রোডাক্ট ক্রয় করতে চাইলে আপনার দেওয়া ওয়েবসাইট থেকে বা এসএমএস এর সাহায্যে অর্ডার করতে পারবেন৷ 
তবে এখানে একটা দিক সবসময় লক্ষ্য রাখবেন আপনার কাস্টমারদের বার্তার জবাব খুবই তাড়াতাড়ি দিতে হবে৷ আর তার জন্য ইনস্টাগ্রামে আপনাকে অনেকটা সময় সক্রিয় থাকতে হবে৷

৬) ইনস্টাগ্রামে ক্যাপশন বিক্রি করে আয় :- 
ইনস্টাগ্রামে কিছু পোস্ট করবার জন্য ক্যাপশন এর প্রয়োজন হয় আমরা সবাই জানি৷ আর আপনারা কি জানেন এই ক্যাপশনকে কাজে লাগিয়ে আপনারা প্রচুর অর্থ সংগ্রহ করতে পারবেন৷ আপনার ক্যাপশন যত ভাল হবে আপনার ক্যাপশনের পত্তেরিজ তত বেশি হবে৷
ইনস্টাগ্রাম প্রোফাইলে রিচ বাড়াতে ক্যাপশন এর ভূমিকা অনেক৷ তাই, অনেকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের রিচ বাড়ানোর জন্য সুন্দর সুন্দর ক্যাপশন খুঁজে থাকেন তাই আপনি যদি ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর ক্যাপশন বিক্রি করতে পারেন তাহলে তা থেকে টাকা ইনকাম করতে পারবেন৷ এই কাজটি পাওয়ার জন্য আপনার personal id তে অবশ্যই আপনাকে ভালো ভালো ক্যাপশন শেয়ার করতে হবে যাতে ক্যাপশন সম্পর্কিত পোস্ট দেখে কাস্টমাররা আগ্রহী হয়৷

৭) ড্রপ শিপিং এর মাধ্যমে ইনস্টাগ্রামে আয় :-  ইনস্টাগ্রামে ড্রপ শিপিং করে আয় করার এই উপায়টি সত্যি ভীষণ মারাত্মক কার্যকরী একটি উপায়৷ পর্নোস্টার করার ঝামেলা এখানে থাকেনা যেই প্রোডাক্টটি আপনার বিক্রি হচ্ছে সেটার বিষয়ে সাপ্লাই দের জানানো হলে তারাই সেটি কাস্টমারের কাছে পৌঁছে দেয়৷ এই ড্রপ শিপিং পদ্ধতিটি খুবই কার্যকরী কারণ এখানে আপনাকে কোন বাড়তি চিন্তা করতে হয় না এবং টপ শপিং ব্যবসার পণ্য নিজেকে স্থির করতে হয়না প্যাকেজিং এরও কোন ঝামেলা এখানে নেই৷ খুব সহজেই ড্রপ শিপিং এর মাধ্যমে বিক্রি করতে পারবেন৷

৮) ইনস্টাগ্রাম প্রোফাইল বিক্রি করে আয় :-
নিয়মিত ফটো, ভিডিও ইত্যাদি Post এর মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনি প্রচুর  followers বৃদ্ধি করতে পারবেন৷ আর আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এ যত বেশি followers বাড়াতে সক্ষম হবেন তত বেশি মার্কেটপ্লেসে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর দাম অনেক বাড়বে৷ কেননা অনেক মানুষ বা বিভিন্ন কোম্পানি আছে যারা নিজস্ব ব্র্যান্ড বা বিজনেসের প্রামোটের উদ্দেশ্যে আপনার কাছ থেকে আপনার ইনস্টাগ্রাম আইডি টা কিনে নিতে পারে৷ 
তাই আপনি আপনার প্রোফাইলটি জনপ্রিয় করে তারপর বিক্রি করে সেখান থেকে মোটা অংকের টাকা এর মাধ্যমে আয় করতে পারবেন৷

৯) IGTV video monetization করে ইনস্টাগ্রাম থেকে আয় :-
যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন তারা কমবেশি সবাই হয়তো এই IGTV এর নাম শুনেছেন৷ 
Facebook ও YouTube এর মত আপনি Instagram এ ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারেন৷
আমরা যখন Facebook বা YouTube এ অন্যের আপলোড করা ভিডিও দেখিয়ে তখন ভিডিওর প্রথমেই আমরা ১০-১৫ সেকেন্ড এর বিজ্ঞাপন দেখতে পারি তার বিনিময়ে যে মানুষটির ক্রিয়েটর সেই মানুষটি কিন্তু এই বিজ্ঞাপনটি দেখানোর বিনিময়ে টাকা আয় করে থাকে৷
যেহেতু, এই মনিটাইজেশন সিস্টেমটি চালু হয়নি এখনো তাই এটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৷ তাই এই বিষয়ে তেমন কোনো আপডেট দেয়া হয়নি এখনো৷ তবে শেষ আপডেটে বলা হয়েছে এই মনিটাইজেশন In stream ads হিসেবে এবং live video গুলোতে কার্যকর হবে৷
In - stream ads হচ্ছে আমরা যে ফেসবুকে ভিডিও প্লে করার সময় যে ৬-১২ সেকেন্ড বিজ্ঞাপন দেখি তাকে বলা হয় এরপর রয়েছে লাইভ স্ট্রিম চ্যাট৷
এবার প্রশ্ন হচ্ছে ভিডিও, কমেন্ট করার জন্য কি কেউ টাকা দেয় ? তবে সত্যি দেয়৷
আপনারা একটু নোটিশ করে দেখবেন আপনারা যখন ফেসবুকে লাইভ ভিডিও দেখেন সেখানে অনেক কমেন্ট তো আসে কিন্তু পড়বার আগেই সেগুলো দ্রুত স্ক্রল হয়ে উপরে চলে যায়৷ তবে মাঝে মাঝে কিছু কমেন্ট দেখবেন পিন করা থাকে এটি ইউটিউবে সুপার চ্যাট নামে খ্যাত৷ এ কমেন্ট কখোনো স্ক্রল হয়না পিন অবস্থায় শো করে যতক্ষণ লাইভ ভিডিও চলে৷ কমেন্টগুলো পিন করে রাখার জন্য কমেন্ট দাতারা ফেসবুক বা ইউটিউব থেকে কিছু সংখ্যক টাকা দিয়ে থাকে এবং পরে চ্যানেলের মালিক কে উক্ত টাকা হতে তার প্রাপ্য প্রদান করে থাকে৷ 
তবে এই প্রক্রিয়াটি তেমন  দ্রুততার সাথে আগাবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা নেই৷ ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বলেন ভিডিও পাবলিশ করে ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করার প্রসঙ্গটি এখনো চূড়ান্ত হয়নি তবে শুরুর দিকে কয়েকটি দেশ এই প্রক্রিয়াটি চালু করেন৷ যেমন- usa, Mexico, Brazil, Canada, ইত্যাদি৷

Conclusion, 
                ইনস্টাগ্রাম মার্কেটিং কতটা লাভজনক আশা করছি বুঝতে পেরেছেন এই আর্টিকেল এর মাধ্যমে৷ শুধু আপনার followers বৃদ্ধির ব্যাপারটার দিকে একটু বেশি মনোযোগী হতে হবে৷ এটি অনেক লাভজনক মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে অনলাইন মার্কেটিং দুনিয়ায় তাই আজ ব্যবসার জন্য বা ক্যারিয়ারের জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং মাধ্যমটিকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ রোজগার করে নিজের পরিচিতিকে একটি আলাদা লেভেলে নিয়ে যেতে পারেন ঘরে বসেই ইনস্টাগ্রামের মাধ্যমে ৷


Give us your feedback!

Your email address will not be published. Required fields are marked *
0 Comments Write Comment